আকাশ এত মেঘলা ... (১)
রাত ১ টা । রাজ্যের যত বিরক্তি এসে ভর করেছে আফিফের অপর । ডান হাতের অপর ভর দিয়ে কোনোরকমে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে । কোন কাজ নেই , কোন ভাল মুভিও নেই দেখার মত । ফেসবুকের হোমপেজ এ যাচ্ছে , পুরো স্ক্রিনটাকে স্ক্রলডাউন করছে আবার পেজ রিফ্রেশ দিচ্ছে । কোন নতুন পোস্টও পড়ছে না । ঘুমও ধরছে না কএকদিন ধরে । কিছুদিন আগেও কোন কারন ছাড়া ১০-১১টার দিকে ঘুমে চোখ খোলা রাখতে পারত না , আর এখন রাত ৩টা ৪টার দিকেও সারা বিছানা দাপাদাপি করেও ঘুম আসেনা ।
একটা দীর্ঘশ্বাস ফেলে আসতে আসতে বারান্দার দিকে পা বাড়াল আফিফ । মৃদু ঠান্ডা বাতাস হচ্ছে । কিছুদিন ধরেই এইরকম আবহাওয়া চলছে । সারাদিন বৃষ্টি । এই আবহাওয়াটা ওর কখনো বিরক্ত লাগেনা । অনেকেই আছে যাদের ২-৩ দিন বৃষ্টির পর এই আবহাওয়ায় হাঁপিয়ে ওঠে । আফিফের এমনটা কখনো হয়না । এই আবহাওয়ায় অন্যরকম একটা শান্তি খুঁজে পায় ও ।
চারপাশে অন্যরকম একটা নীরবতা । সামান্য শব্দটাও স্পষ্টভাবে কানে আসছে । কতক্ষন এভাবে চুপচাপ বারান্দায় বসে আছে খেয়াল নেই ওর । হঠাত বেশ অনেকখন পর কি মনে হল , অনেকটা মন্ত্রচালিতের মত করে রুমে ঢুকল ও । ফেসবুকে ঢুকেই ক্লিক করল পিপল ইউ মে নো তে । একটার পর একটা প্রোফাইল ঘেটে যাচ্ছে । কি করছে নিজেরও মাথায় ঢুকছে না । সকাল বেলা কলেজে দেখা মেয়েটার চেহারাটা আবার আর একটা বার দেখার জন্য হন্যে হয়ে উঠল ও । নাম জানে না , ব্যাচ জানে না , কিছুই জানে না । আদৌ ফেসবুকে আইডি আছে কিনা তাও জানে না । নিজের অজান্তে একটা হাসি দিয়ে উঠলো ও । মাঝে মাঝে এ ধরনের অর্থহীন কাজ করতে ওর বেশ ভালো লাগে । ' থাক অনেক হইছে বাপ আমার , ঘুমা ' নিজেকে অনেকটা শাসন করল ও ।
পরদিন সকাল
কলেজে মাঠের সামনে দাঁড়াতেই আফিফ দেখল মাঠের মাঝখানটায় সব বন্ধুদের জটলা । ধীরে সুস্থে ওদের দিকে এগিয়ে গেল ও । কাছে যেতেই রাহাত চেঁচিয়ে উঠল, ' আজ ক্লাস করবনা বাল '
' কেন , কি হইছে ? '
' এমনি , ডেইলি ডেইলি ক্লাস করা যায় নাকি ? আজিব । '
' কর বাপ । এম্নিতেই আব্বা চেইত্তা আছে বাড়িতে । এই সময় ভাইস-প্রিন্সিপাল ঝামেলা পাকাইলে বাড়ি থেইক্কা বাইর কইরা দিবে ।'
রাহাত অনেকটা অসহায় লুক দিল আফিফের দিকে । নিরুপায় হয়ে বলল , ' আচ্ছা ঠিক আছে । কিন্তু ফার্স্ট ক্লাস করুম না । ক্যান্টিন চল । কিছু খামু তারপর । '
' আমার কোন প্রব নাই । চল '
কয়েকজন মিলে গল্প করতে করতে ক্যান্টিন এর দিকে এগোচ্ছিল দলটা । এমন সময় বিপরীত দিক থেকে আর কিছু স্টুডেন্টকে এগিয়ে আসতে দেখল আফিফ । হঠাত দেখল দলটার মাঝে অই মেয়েটাও আছে । সকালবেলার স্নিগ্ধ আলোতে অন্যরকম একটা আভা যেন বের হচ্ছে মেয়েটার চেহারা থেকে । দলটাকে পাশ কাটানোর সময় আফিফ শুনতে পেল মেয়েটাকে মেয়েটার একটা ফ্রেন্ড , ' অনিন্দিতা , আজ ফুল ক্লাস করবি ? '
আফিফের মুখ দিয়ে অস্ফুট স্বরে বেড়িয়ে এল , ' অনিন্দিতা ... '
চলবে ...
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



