কয়েকদিন আগে এরকমি একটা মুভি দেখে ফেললাম "হাম পাচ এক টিম"প্রায় কাছাকাছি নামের মিঠুন চক্রবর্তির একটা মুভি আছে,তবে সেটা নয় আমি যে মুভিটার কথা বলছি সেটা তেলেগু মুভি "রেনিগুনটার" হিন্দী নাম
এই মুভির মুল গল্প টা পাচ জন কিশোর অপরাধী কে নিয়ে,জেল থেকে পালিয়ে যারা চলে আসে রেনিগুনটা নামের এক শহরে,সেখানে তারা কিশোর অপরাধী থেকে পেশাদার অপরাধি হবার সাধনা শুরু করে,পাচ জনের মধ্যে একজন আবার প্রায় নির্দোশ,ভাগ্যের ফেরে জেল,সেখান থেকে বাকি চার জনের সাথে মিলে যায়,এর নাম শক্তি সে এই মুভির ন্যারেটর এবং পুরো মুভিতে কেবল এর নামই জানা যায়,বাকি দের নাম ঠিক হয় শারিরিক আকৃতি দিয়ে যেমন মোটু,ছোটু
বাকি চার জন যেহেতু পেশাদার অপরাধি হবার চেষ্টা করছে,তাই যেকোনো ধরনের অপরাধকে ঘোরোতরো পাপ বলে মনে করা শক্তি ওদের কাছে বোঝা হয়ে ওঠার বদলে ওদের সহানুভুতি পায়,শক্তির দুঃখের কাহিনি শুনে আপাতো দৃষ্টিতে তাদের বিকার না হলেও,দেখা যায় তাদের সবারই বলার মতো একটা কাহিনি আছে,আছে দুঃখ গুলো ভাগাভাগি করে নেবার তীব্র আকাঙ্খা,এর মধ্যে শক্তি আবার একটা বোবা মেয়ে কে ভালোবেশে ফেলে,বাকি চারজন শক্তির ভালোবাশা কে পুর্নতা দেবার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যায়, কিন্তু সমাজ সভ্যতার কাছে এদের কোন দাম নেই,নেই এদের দুঃখো গুলো ভাগ করে নেবার কেউ,
মুভির কেন্দ্রীয় চরিএ গুলোর অভিনেতারা সবাই ,টিনেজার তাই এক অর্থে এটাকে টিনেজ মুভি বলা যায়
(লিনক দিতে পারি না)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




