পড়ন্ত বিকেলে মুম্বাই চৌপত্তি
বান্দ্রা-বারেলি সি-লিংক
মুম্বাই নগরীর একটি মসজিদ
বিখ্যাত তাজ প্যালেস হোটেল
হোটেলে চেকইন করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিলাম, সারারাত বাস জার্নি করে গোয়া থেকে মুম্বাই এসেছি, তারপর হোটেল খুঁজে পেতে চরম বিড়ম্বনার শিকার, সেই গল্প আগের পর্বে করেছি। তাই দুপুরের আগের সময়টা হোটেলের রুমে ঘুমিয়েই কাটিয়ে দেয়ার মনস্থির করলাম আমরা। এমনিতেও “মুম্বাই দর্শন” এর বাস সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে যাত্রা শুরু করে। আমাদের পরিকল্পনা ছিল পরের দিন বাসে করে মুম্বাই দর্শন করা। তাই আজকে নিজেরা নিজেদের মত করে ঘুরে দেখার প্ল্যান। দুপুর নাগাদ ঘুম থেকে উঠে লাঞ্চ করে নিলাম এক মুসলিম হোটেলে, সেই লেভেলের খাবার দাবার এর সাথে সেই রকম কম দাম!
আরব সাগর হতে দেখা "গেট অফ ইন্ডিয়া" এবং "হোটেল তাজ প্যালেস"
মুম্বাই এর রাজপথ
মেরিন ড্রাইভ মুম্বাই
সাইফি হসপিটাল, গিরগাও
মুম্বাই তাজ হোটেল হামলায় নিহত পুলিশ সদস্য "তুকারাম অম্বলে" এর ম্যুরাল, চওপত্তি, মুম্বাই
হোটেল হতে জেনে নিলাম আমরা হেঁটে হেঁটে বা অটো রিকশা করে কি কি ঘুরে দেখতে পারি। কিছুটা ধারনা নিয়ে রওনা হলাম। আসলে আমাদের সেবারের ট্যুর এর মূল গন্তব্য ছিল কেরালা; সেখানে নয়দিনের ট্যুর শেষ করে আমরা গোয়ায় দুই রাত আর মুম্বাই এ একরাত থাকার প্ল্যান করে গিয়েছিলাম। মুম্বাই হতেই ফিরতি বিমান ধরার প্ল্যান ছিল। যাই হোক হোটেল হতে বের হয়ে আমরা ফুটপাথ ধরে হাঁটতে লাগলাম মায়া নগরী মুম্বাই এর পথে, উদ্দেশ্য চওপত্তি। এই চওপত্তি হল মুম্বাই এর অন্যতম পাবলিক বিচ এরিয়া। এখানেই প্রতি বছর “গনেশ বিসর্জন” উৎসব হয়। সারা বছর এখানে লোকজনের সমাগম লেগেই থাকে। সন্ধ্যের আগে পরে মানুষ অবসর যাপনের জন্য ভিড় করে এই চওপত্তি’তে। বিখ্যাত মুম্বাই এর স্ট্রিট ফুড পাওভাজি, বারাপাও, ভেলপুরি, রাগদা পেটিস ইত্যাদির সাথে আরব সাগরের নোনা বাতাসে সন্ধ্যের আগের সময়টা উপভোগ্য হয় নিঃসন্দেহে।
প্রায় ঘন্টাখানেক হেঁটে আমরা এক সময় পৌঁছে গেলাম বিখ্যাত চওপত্তি’তে। এর পর সেখানে বেশ কিছুটা সময় থেকে লোকাল বাসে করে চলে গেলাম বিখ্যাত “গেট অফ ইন্ডিয়া” প্রাঙ্গণে। লোকে লোকারণ্য ইন্ডিয়া গেট এলাকা হতে আরব সাগের ভ্রমণের জন্য রয়েছে জেটিঘাট। আর এই স্থানেই কিন্তু মুম্বাই এর বিখ্যাত এবং আলোচিত আবাসিক হোটেল “তাজ প্যালেস”। আমরা এই গেট অফ ইন্ডিয়া হতে বোটে করে আরব সাগরে ঘন্টাখানেকের একটা বোট ট্রিপ করে যখন ফিরলাম তখন সূর্য প্রায় অস্ত যায় যায় অবস্থা। এরপর গেট অফ ইন্ডিয়া’র প্রাঙ্গণে অনেকটা সময় বসে চলল আড্ডাবাজি। একসময় সেখান হতে উঠে চেখে দেখলাম স্ট্রিটফুড, সাথে টুকটাক কেনাকাটা করে রাত নয়টার পরে ফিরে এলাম হোটেলে। এরপর রাতের ডিনার করে যার যার রুমে চলে এলাম। ব্যাগ গুছিয়ে ঘুমাতে যেতে হবে দীর্ঘ ষোল দিনের ভারত ভ্রমণ এর শেষ দিন ছিল পরের দিনটি। সারাদিন মুম্বাই দর্শন করে রাতে চলে যাব এয়ারপোর্ট এ, ভোররাতে যে ফিরতি ফ্লাইট ঢাকার পানে। সেও এক বিশাল গল্প, হবে না হয় সামনের পর্বে।
এদিনের গল্প কম, ছবি ছিল অনেক, আসুন কিছু ছবি দেখিঃ
ভ্রমণকালঃ মার্চ, ২০১৬
মুম্বাই সিরিজের আগের পর্বঃ মুম্বাই বিড়ম্বনা - মুম্বাই দর্শন ২০১৬ (প্রথম পর্ব)
আগের ভারত ভ্রমণের সিরিজগুলোঃ
কাশ্মীর ভ্রমণ সিরিজ-২০১৫
দিল্লি-সিমলা-মানালি সিরিজ-২০১৫
কেরালা ভ্রমণ সিরিজ-২০১৬
গোয়া ভ্রমণ সিরিজ-২০১৬
কম খরচে ভারত ভ্রমণ সিরিজঃ
(১) দিল্লী-হিল্লি (নিজে নিজে ঘুরে আসুন অল্প খরচে সমগ্র দিল্লী)
(২) কাশ্মীর ভ্রমণ পরিকল্পনা এবং বাজেট (একটি অপূর্ণাঙ্গ পোস্ট )
(৩) এবার চলুন সিমলা (ঘুরে আসি কম খরচে)
(৪) চল যাই মানালি... (কম খরচে ঘোরাঘুরি)
(৫) এবার ঘুরে আসা যাক গোল্ডেন ট্রায়াঙ্গেল (দিল্লী-আজমীর-জয়পুর-আগ্রা) (কম খরচে ঘোরাঘুরি - পর্ব ০৫)
(৬) পনেরো হাজার টাকায় গোয়া ভ্রমণ!!! স্বপ্ন নয়, বাস্তব... (কম খরচে ঘোরাঘুরি)
(৭) ৩২,০০০ টাকায় দিল্লী-সিমলা-মানালি-লেহ-শ্রীনগর-পাহেলগাও-গুলমার্গ-সোনমার্গ ভ্রমণ এর বাজেট-প্ল্যান (কম খরচে ভারত ঘোরাঘুরি)
(৮) মাত্র দুই দিন আর ৩,৫৫০ টাকায় ঘুরে আসুন হালের ক্রেজ মেঘালয়ের “সোনাংপেডেং” এবং “ক্রাংসুরি ফলস” - (কম খরচে ভারত ঘোরাঘুরি)
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫