আমি ঃআসসালামু আলাইকুম । আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজকে এখানে খেতে আসলাম ।
মালিক ঃ খাবার ভাল লাগসে?
আমিঃ জি ।
মালিকঃ কোনও অসুবিধা হয় নাই?
আমি ঃ জি না। খাবার অনেক ভাল।
মালিক ঃ বাদামের সরবত খাইসেন?
আমিঃ জি না। আরেকদিন খাব নে।
মালিক ঃ কি আরেকদিন?(বলেই পিছন ফিরে) ঐ এক বোতল সরবত আন।
আমি ঃ না না, লাগবে না। (কিঞ্চিৎ ভদ্রতা )
মালিক ঃ অবশ্যই লাগবে। ঐ, কয়েকটা গ্লাস ও দিস।
(বয়ের আনতে আনতে আমি আর উনি বন্ধুর ক্যামেরায় কয়েকটা ফটো তুল্লাম। ছবি তোলার পর দেখি ২২০ টাকারএক বোতল বাদামের সরবত হাজির ।বোতল পাওয়া মাত্র সকলে একযোগে এমন চিৎকার দিল, মানুষ জন তাকাই দেখতেসিল।
মালিক ঃ কালকে আসবেন ?
আমিঃ না ,ঈদের পর। কিছু সেলামি পেয়ে নেই।
মালিক ঃ আসেন, ঈদের পরই আসেন। আমার হোটেল সবসময়ই খোলা ।
আমি ঃ জি অবশ্যই আসব । ভাল থাকবেন। আসি , ঈদ মোবারক ।
বলে যেই ঘুরলাম, দেখি আমাদের পাশে লোক জড় হয়ে গেসে । ফিরে আসতেসি, বন্ধুরা "তুষার তুষার" বলে এমনভাবে চিল্লাইতেসিল ; নিজেরে মনে হইতেসিল পিন্টু ভাই (নাসিরুদ্দিন পিন্টু )
সত্যি বলতে লোকটার ব্যবহারে মুগ্ধ হয়ে গেসি ।আর যেতে পারব কিনা জানি না, কিন্তু সুযোগ পেলে অবশ্যই যাব। বহু আগে পুরান ঢাকার একজনের কাছে শুনেছিলাম, পুরান ঢাকাইয়ারা অনেক রসিক, দিলদরিয়া এবং ভাল মনের। (এটাও বলসিল এজন্য নাকি তাদের হার্টের অসুখ কম হয়
** আসার সময় টিএসসিতে আড্ডা দিচ্ছি। বাকিদের শুনাই জোর গলায় বললাম ঃ দেখসস, আসল পুরুষ !!
(আসলেই তো, ৭০-৮০ কেজির ৩ জন মিল্লাও যেইতা পারল না, আমি ৪১.৬ কেজি হইয়া পাইরা গেলাম ! দেখেই বুঝছেন , এ অপুষ্টির শিকার
আমি আর রয়েল বিরানি হাউসের মালিক :
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




