"ভয় পেয়ো না বন্ধু আমার কদম বাড়াও আগে
রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে...
অন্ধকারের গন্ধ পেয়েই মন ভেঙে যায় যদি
কেমন করে পেরিয়ে যাবে পাহাড় সাগর নদী
তখতো ভাঙার জন্য অনেক রক্ত দেয়া লাগে..
রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে.."
"এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন
দিতে খুন তৈরী মুসলমান আছে লক্ষ কোটি গুণ
এদেশের রক্তে ভেজা মাটি জেনো ইসলামের ঘাঁটি
এজাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তরতাজা খাঁটি
ষোল কোটি বুকে ঈমান যেন বারুদের কাঠি
জিহাদের ঘর্ষণে দাও দাও করে জ্বলবে আগুন!"
"কেন মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর বেনামাজী
কেন এলাকার ত্রাস খুনী লম্পট টাকার গরমে হাজী
কেন মিছে নবুয়ত দাবীদারদের মুসলিম হবে বলা
কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




