চল্লিশের দশকের সামাজিক বাস্তবতায় সলিল চৌধুরী লিখেছিলেন -বিচারপতি তোমার বিচার করবে যারা 'গানটির কথা ।
বিচারপতি তোমার বিচার করবে যারা
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
তোমার গুলির, তোমার ফাঁসির,
তোমার কারাগারের পেষণ শুধবে তারা ও জনতা
এই জনতা এই জনতা।।
তোমার সভায় আমীর যারা, ফাঁসির কাঠে ঝুলবে তারা।।
তোমার রাজা মহারাজা, করজোরে মাগবে বিচার।।
ঠিক যেন তা এই জনতা।
তারা নতুন প্রাতে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।
তারা ক্ষুদিরামের রক্তে ভিজে প্রাণ পেয়েছে।।
তারা জালিয়ানের রক্তস্নানে প্রাণ পেয়েছে।
তারা ফাঁসির কাঠে জীবন দিয়ে প্রাণ পেয়েছে, প্রাণ পেয়েছে।।
তারা গুলির ঘায়ে কলজে ছিঁড়ে প্রাণ পেয়েছে,
প্রাণ পেয়েছে এই জনতা।
নিঃস্ব যারা সর্বহারা তোমার বিচারে।
সেই নিপীড়িত জনগণের পায়ের ধারে।।
ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা।।
রক্ত দিয়ে শুধতে হবে। নামিয়ে মাথা হে বিধাতা।।
ঠিক যেন তা এই জনতা।
বিচারপতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা, এই জনতা।।
আজকের গীতিকার কী লিখবেন এমন একটি জনপ্রিয় গানের কথা - যাতে জ্নতা হৃদয়ের কথা স্পন্দিত হবে ডিজিটাল শাসন ও শোষনের ।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১১ রাত ১২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



