ভাষা নিয়ে ভাবা কিংবা ভাব নিয়ে ভাসা ভাসা
এমন সময় যায় দিন ক্ষণ।
গুরুচন্ডালী ভাবে যায় আমাদের জীবন যাপন।
গুরু মরে গেছে সেই কবে
চন্ডা্লতো নিজেই;
ক্ষয়ে ক্ষয়ে যায় নিজেই
চামড়া খোয়ানোই শুধু বাকী রয়ে যায়।
ভাবনার সাম্পান এখন ভবদরিয়ায় ...
মাঝিতো নেই- মন মাঝি বায় বাণিজ্যতরী।
আমারি রূপো্র তরী ছোবলায় গিয়েছে ভরি ...
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



