রুবাইয়াতে হালী-১
হিন্দু তার দেবপ্রতিমায় দেখেছে তোমার গরিমা
অগ্নীপূজারী শিখার উপর গেয়েছে তোমার সংগীত
জড়বাদী জড় প্রকৃতিতেই করেছে তোমার মহিমা
করেনি কেউ তোমার অস্বীকার, পারেনি করতে অস্বীকার।
রুবাইয়াতে হালী-২
হাজার গুনের গুণীর সাথে করোনা ভাই রাগ
যদি হয়ে যায় তাঁর দু’এ্কটি ত্রুটি-বিচ্যুতি;
ময়ুরের বিশ্রী পা দুটি দেখে
করোনা অস্বীকার তার ল্যাবণ্য ও রূ্পটি।
–খাজা আলতাফ হোসেন আ্নসারী প্রকাশ হালীঃ উর্দু সাহিত্যের অমর কবি ।
মাঈন উদ্দিন জাহেদ অনূদিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



