জানাযা কি? এটা কাদের জন্য? রাজিবের/থাবা বাবার মত ইসলাম বিদ্বেষীদের জন্য জানাযা পড়ানো কি ইসলামে জায়েয?
নাকি এখন ইসলামে জায়েয নাজায়েয বলে কোন ব্যাপার নাই? যার যেভাবে মন চাবে সেটা পালন করাই ইসলাম?
যারা ইসলাম ছাইড়া দিছে বহুত আগে, সবসময় ইসলামকে নিয়া রঙ্গতামাশায় ব্যস্ত, তাদেরকে কেন ইসলামিক কায়দায় দাফন করা হবে?
অনেকে বলে বেড়াচ্ছে - আল্লার বিচার আল্লা করবে, আপনি কওনের কেডা?
আত্মস্বীকৃত ইসলাম ত্যাগকারীর ব্যাপারে আল্লাহ কি কইছে তা সেটা না পইড়া "আল্লার বিচার আল্লা করবে" টাইপের ছাগুমার্কা ল্যাদানী বন্ধ কইরা একটু জাইনা আসো সুনা চান্দ।
রাজীবের হত্যাকান্ড মেনে নেওয়া যায় না। তবে এখন পত্রিকা দেখে মনে হচ্ছে রাজীব ছিল শুধুই জামাত বিদ্বেষী। সারা জীবনে সে জামাত ছাড়া আর কোন কিছুর সাথে বিরোধ ছিল না। আর ব্লগ দেখলে স্পষ্টই বোঝা যায় - সে কি রকম মুসলিম বিদ্বেষি ছিল।
মৃত মানুষকে নিয়া এইরকম কোন পোষ্ট দিতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু তার মত ইসলাম বিদ্বেষীকে যখন তথ্য সন্ত্রাসের মাধ্যমে শুধু জামাতি বিরোধী দেখায়ে বীরের মর্যাদা দেওয়া হয় - তখন মুখ বুইঝা থাকতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




