Starlink একটি ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠান। এটি স্পেস এক্স এর প্রতিষ্ঠান। আর Space X এর মালিক হচ্ছে এলন মাক্স। এলন মাক্স চেয়েছেন যে পৃথিবীর সব স্থানে সুলভ মূল্যে ইন্টারনেট সার্ভিস দিবে। আমাদের ব্রডবেন্ড ও মোবাইল ডাটা পাহাড়ি অঞ্চল ও সমুদ্রে পাওয়া যায় না। Starlink পাহাড় ও সমুদ্রেও ইন্টারনেট এর লাইন দিতে সক্ষম। Starlink আকাশে স্যাটেলাইট পাঠাবে। সেই স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠে ইন্টারনেট সার্ভিস দিবে।
এখন আসি বাংলা লায়ন এর দিকে। বাংলা লায়ন এর যাত্রা শুরু হয় ২০০৮ সালে। তারা ওয়াই ম্যক্স প্রযুক্তি এর মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করিতেন। প্রথমদিকে তাদের গ্রাহক সংখ্যা বাড়তে থাকে। ২০১৩ সালে মোবাইলে 3G সার্ভিস আসার পর সবাই বাংলা লায়ন থেকে মোবাইল ডাটার দিকে ঝুকতে থাকে। এতে করে বাংলা লায়ন গ্রাহক হারায়। এদিকে পুরো পৃথিবী তে ওয়াই ম্যক্স এর প্রযুক্তি আপডেট না হওয়ায় বাংলা লায়ন সহ ওয়াই ম্যক্স এর প্রযুক্তি মাধ্যমে সেবাদানকারী প্রতিষ্ঠান বন্ধ হতে থাকে।
এখন মনে করেন। 5G এর যুগ। মাটিতে টাওয়ার থাকার পরেও, ঘরে দেয়াল ভেদ করে 4G ই ঠিক মত আসে না। সে স্থানে Starlink কিভাবে আমার ঘরের দেয়াল ভেদ করে ইন্টারনেট এর লাইন দিবে সেটা আমার বুঝে আসে না। হয়তো বা Starlink বাংলা লায়নের মত মুখ থুবড়ে পড়বে।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



