ইদানিং কি যে হয়েছে! হিজলা, ট্রন্সজেন্ডার, শামিম থেকে শামিমা একটা ট্রেন্ড চালু হয়েছে। এই ট্রন্সজেন্ডার নিয়ে এর আগের ব্লগে আমার অবস্থান স্পষ্ট করেছিলাম। আমি সেখানে যা লিখেছিলাম তার মূল কথা ছিলো হিজলা ও ট্রন্সজেন্ডার এক না। যে জন্মের সময় যৌন প্রতিবন্ধকতা নিয়ে জন্ম গ্রহন করে তাকে হিজলা বলে। তাদের একই দেহে, বেডা বেডা ও বেডী বেডী ভাব লক্ষ করা যায়। আর ট্রন্সজেন্ডার হচ্ছে যে পুরুষ নারী হয় বা নারী পুরুষ হয়। এই কাজ অপারেশন এর মাধ্যমে করা হয়। আমি সেই ব্লগে স্পষ্ট করেছিলাম আমি কেন এই কাজের বিরোধী।
বিয়ে করার সময় আমি এমন মেয়ে চাইবো যে কিনা প্রাকৃতিক ভাবে ছেলে। একজন মেয়েও চাইবে এমন এক পুরুষ যে প্রাকৃতিক ভাবে পুরুষ। কোন ছেলে অপারেশন করে মেয়ে হয়েছে, এমন মেয়েকে কি আপনি বিয়ে করবেন? আমি তো এমন ট্রান্স ফিমেল কে বিয়ে করবো না।
এখন মনে করেন আমি প্রধান মন্ত্রী। তখন যদি আমি নিজেকে মনে মনে হিটলার মনে করি তখন কি আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবেন? শরীরিক ও ডিএনএ দিক থেকে আমি নাহল ইমরোজ। কিন্তু আমি মনে মনে হিটলার মনে করি। তখন আপনারা আমাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখবেন না। তখন আপনারা আমাকে বুঝাবেন। বুঝানো কাজ না হলে আন্দোলন করে আমাকে ক্ষমতা থেকে সরাবেন।
একটা মেয়ের গল্প বলি। সেই মেয়ের দিকে সবাই তাকিয়ে থাকতো। এই জিনিসটি তার কাছে বিরক্তিকর লাগতো। তাই সে নারী সত্তার প্রতি এতটাই বিরক্ত যে, সে নারী থেকে পুরুষ হতে চায়। এই পুরুষ হওয়াটা তার জন্য সমাধান না। সে যদি পরে পুরুষ হয়, তাহলে তার শারীরিক অনেক কিছুতে ভারসম্যহীন হয়ে যাবে। তখন সে আরো মুশকিলে পড়বে। কারন প্রকৃতিই তাকে নারী হয়ে বানিয়েছেন। এই কাজ করলে আমরা প্রকৃতির বিরুদ্ধে চলে গেলাম। আমাদের উচিত সেই নারী কে বুঝানো। তাকে মানষিক ভাবে আরো শক্তিশালী করার দায়িত্ব আপনার, আমার, সবার।
এখন কেউ কেউ প্রশ্ন করবে, হার্ট এট্যাকের পর প্যাচ মেকার দিয়ে রোগীকে সুস্থ রাখা হয়। এতেও কি আপনি বিরোধিতা করেন? এখন সেই রোগীকে প্রশ্ন করেন, অসুস্থ হবার আগে ভালো ছিলো নাকি এখন ভালো আছেন। আমি এমন লাইফ স্টাইল লীড করবো যাতে আমার হার্ট সুস্থ থাকে।
ছেলেরা নারী হয় পুরুষত্বহীনতার জন্য। সে সব ছেলেরা বাস্তবতা কে ভয় পায়। পুরুষদের দায়িত্ব পালনে তারা ভয় পায়। পুরুষের দায়িত্ব বাপ মা এর সেবা করা। সংসারের হাল ধরা। শত ঝড়ের মধ্যে নিজের পরিবারকে সুরক্ষিত রাখা। এসব দায়িত্ব পালন করার ভয়ে তারা নারী হয়। সে সব পুরুষদেরও বুঝানো উচিত। তারা যাতে মানষিক ভাবে শক্তিশালী হয় সে দিকে আমাদেরই খেয়াল রাখতে হবে।
আমি কিন্তু এখানে কোন ধর্মীয় কথা বলি নি। একটা প্রশ্ন করে ব্লগ শেষ করলাম কোন ছেলে অপারেশন করে মেয়ে হয়েছে, এমন মেয়েকে কি আপনি বিয়ে করবেন?
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৪ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



