গতরাতে ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর উপর আমেরিকা হামলা চালিয়েছে, ৭ টি অঞ্চলে মোট ৮৫ টি টার্গেটে তারা হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন: It's just the beginning, our response will continue at times and places of our choosing. অবশ্য ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধে জড়িয়ে যাওয়ার কোন ইচ্ছে তার নেই, যদি না ইরান সুপথে ফিরে আসে।
দীর্ঘ দিন ধরেই ইরান মধ্যপ্রাচ্য-জুড়ে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে আসছিলো, কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোন মতেই তাদের থামানো যাচ্ছিল না। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে ইরান সমর্থিত জঙ্গি-গোষ্ঠীগুলো গত ৫ বছরে প্রায় ২০০ বার চোরাগুপ্তা হামলা চালিয়েছে, যার সর্বশেষটি ছিলো গত সপ্তাহে জর্ডানে আমেরিকান সেনাদের উপর হামলা; এতে ৪ আমেরিকান সেনা নিহত এবং ৪০ জন আহত হয়, ফলশ্রুতিতে বাধ্য হয়ে আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া শুরু করে। যদিও বাইডেন প্রশাসনের উপর রিপাবলিকানদের পক্ষ থেকে চাপ রয়েছে সরাসরি ইরানের মাটিতে ইরানের সরকারী বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তা না হলে ইরানকে দমন করা সম্ভব হবে না বলে তাদের ধারণা।
বাইডেন প্রশাসন ইরানের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সবকিছু নির্ভর করছে ইরানের আচরণের উপর। ইরান যদি এখনো সুপথে ফিরে না আসে তাহলে তাদের কঠিন পরিস্থিতির শিকার হতে হবে।
আমরা যুদ্ধ চাই না শান্তি চাই ইরানে আরেকটি ফিলিস্তিন কান্ড দেখতে চাই না। আমরা আশা করবো খামোনি সরকার হামাসের মতোই আরেকটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই হামলা সম্বন্ধে আরও বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন।
আসলে ইরানের কুকীর্তির লিস্ট অনেক বড় যা এই পোস্টে আলোচনা করা সম্ভব হলো না, ইরান সম্পর্কিত আমার আরও কিছু পোস্ট পড়ুন।
ইরানকে শায়েস্তা করতে না পারলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে না
মোসাদ দপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
এবার পাকিস্তানের উপরেও ইরানের হামলা
ইরানের উপর পাকিস্তানের পাল্টা হামলা
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:১১