বইয়ের নামঃ আমাদের মাজহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত?
লেখকঃ মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল
ডাউনলোড লিংকঃ Click This Link
বইটিতে লেখক মাজহাবের পক্ষে বিপক্ষে সকল দলিল এনেছেন। তারপর মাজহাবের সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন। বইটিতে তাকলিদের বিষয়টিও অন্তর্ভূক্ত করা হয়েছে। পাশাপাশি তাকলিদের পক্ষ বিপক্ষের সকল দলিল একসাথে এনে সমন্বয় করা হয়েছে।
বইটি সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন
[email protected]
এই বইটি সহ লেখকের অন্য আরো ৫টি বই মাত্র ১০০ টাকায় পেতে হলে ফোন করুন ০১৬৮১-৫৭৯৮৯৮ নাম্বারে। ১০০টাকা এই নাম্বারে বিকাশ করতে হবে (কুরিয়ার চার্জ অন্তভূক্ত) এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিতে হবে ওই নাম্বারে মেসেজের মাধ্যমে। ২/১ দিনের মধ্যেই ৬টি বই চলে যাবে আপনার ঠিকানায়।
লেখকের অন্যান্য বইগুলো হচ্ছেঃ-
০১। সংশয়কারীদের সংশয় নিরসণ- আল্লাহ কোথায়?
০২। হাদিস কি আল্লাহর ওয়াহী, কুরআন কি বলে?
০৩। আমাদের মাজহাব কি বিভিন্ন ভাগে বিভক্ত?
০৪। সকল মুসলিমকে অবশ্যই একই দিনে সিয়াম ও ঈদ পালন করতে হবে
০৫। কাফিরকে কাফির বলার প্রয়োজনীয়তা ও নিয়ম
০৬। রাসূলুল্লাহ সাঃ কে যেভাবে ভালবাসতে হবে ও তাকে (সাঃ) কটাক্ষ করার বিধান
আল্লাহ আমাদের সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। আমীন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


