স্যামহোয়্যার ইন ব্লগে আজই রেজিষ্ট্রেশন করলাম। এটি স্যামহোয়্যারে লেখা আমার প্রথম পোষ্ট ঃ
আমিও ভালোবাসি জিনস্ জ্যাজ এবং ট্রেজার আইল্যাণ্ড,
নিউ আর্লিন্সের বেলকনিগুলো ও জন সিলভারের টিয়ে পাখি,
ভালোবাসি মার্ক টোয়েন ও মিসিসিপির স্টিমবোর্ট
এবং আব্রাহাম লিংকনের কুকুরগুলো;
কিন্তু আমিতো আমেরিকান নই!
শুধু এ কারণেই কি দ্যানটমের পাইলট
আমাকে পাঠিয়ে দেবে প্রস্তর যুগে?...
আমেরিকা!
এসো, উপহার বিনিময় করি
তোমার চোরাচালানী সিগ্রেট নিয়ে যাও
বিনিময়ে আমাদের দাও আলু,
নিয়ে যাও জেমস বন্ডের সোনালী পিস্তল
এবং আমাদের দাও মেরিলিন মনরোর উচ্ছ্বসিত হাসি
বৃক্ষের নিচে পড়ে থাকা হেরোইনের সিরিঞ্জ তুমি নাও
এবং আমাদের দাও ভেকসিন।...
নিয়ে যাও মিশনারীর পুস্তকাদি
বিনিময়ে আমাদের দাও কাগজ
যে কাগজে কবিতা লিখে আমরা তোমার নিপাত কামনা করতে পারি
তোমার যা নেই তা নিয়ে যাও
বিনিময়ে আমাদের দাও
যা মূলত আমাদেরই।
- ইউসুফ সাদী
(ঈষৎ সংক্ষেপিত)
`কবি ইউসুফ সাদী ১৯৩৪ সালে বসরার কাছাকাছি ইরাকে জন্মগ্রহণ করেন। তার মোট ২৪টি কাব্যগ্রন্থ এবং একটি ছোট গল্প, ১টি উপন্যাস, চারটি প্রবন্ধ সংকলন এবং ১টি স্মৃতি কাহিনী প্রকাশিত হয়েছে। তিনি মূলত আরবী ভাষায় লিখে থাকেন। এগুলোর ইংরেজী তরজমা করেন খালেদ মাতওয়া।'
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



