একদিন... মুক্ত বিহঙ্হের ডানায় চড়ে উড়েছি আকাশময়
হারিয়েছি অসীম শূন্যতায়,
কোন বাঁধা, কাতরতা স্পর্শ করেনি তখন
আহা! স্বাধীনতা...!
আজ ভাবি ফেলে আসা দিনগুলির কথা
মনের জানালায় উঁকি দিয়ে অতীতের কোলে
বর্তমান আশ্রিত ভবিষ্যতের অসীম শূন্যতা দেখি।
চারদিকে কেবল শূন্যতা... পোড়া মাংসের গণ্ধ।
ছুড়ে দেয়া পলক ফিরে আসে
ফিরে আসে বারবার,
তবু জিঞ্জির খোলে না আমার
খোলে না আর...!
আমি অবরুদ্ধ? পৃথিবীর খাঁচায় বন্দি?
আমার জিঞ্জির খুলে নাও, বাষ্পরুদ্ধ বারুদময় পৃথিবীর
সীমানা ছাড়ি আমি কোন নতুন ঠিকানা খুঁজি!
যেখানে ইসরাইল নেই, পাশ্চাত্য নেই
হোয়াইট ফসফরাস, এফ-১৬ কিংবা উজি কারবাইন নেই
আমার বেঁচে থাকার, শ্বাস নেয়ার অধিকার আছে।
আমার খতে ব্যান্ডেজ করো না, রক্ত ঝরছে ঝরুক...
আমার যন্ত্রণায় তোমার শান্তনা চাই না
আমার জিঞ্জির খুলে দাও...
জিঞ্জির খুলে দাও...
(পাশ্চাত্যের উদ্দেশ্যে ফিলিস্তিনি বালিকার আর্তি)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



