কেউ দালাল পাকিস্তানের
কেউ দালাল ভারতের
কেউ সিজদা দেয় আমেরিকার
কেউ পাচাটে চীনের।
কেউ বেচে দেশের স্বার্থ
কেউ ব্যাচে আস্ত দেশ
টাকা পয়সা বিদেশ ভ্রমন
নারী বাড়ি গাড়ী আহা বেশ!
চার পাশে দালাল হাজার হাজর
ঠগ বাছতে গিয়ে গ্রাম উজার
দালাল কেন খুজি? আনেকেই ব্যাজার
বলে দালালী করাই এখন শিস্ঠাচার।
চারপাশে শুনি দালালের ঘেউ ঘেউ
দেশ প্রেমিকের পেছনে লেগেছে ফেউ।
বাংলাদেশের একজন দালাল খুঁজি আমি
সন্ধান কি দিতে পার কেউ?
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ দুপুর ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



