টুরিস্ট ভিসায় আমেরিকা যেতে চাই বাবার চিকিৎসার জন্য। ভিসাতে লাইনে দাড়াব কয়েক দিন পরে। ভিসার আবেদন পত্র পুরণ করতে গিয়ে দেখি কিছু প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা ।
১.আমেরিকায় অবস্হান কালীন ঠিকানা কি দেব? হোটেল নাকি চাচাতো বোনের বাসা? কোনটা দিলে সুবিধা বেশি?
২। ঠিকানা হোটেল দিলে , সেই হোটেল কি অনলাইনে বুকিং দিব? ওরা কি হোটেল বুকিং চেক করবে?
৩। দেশে আমি বাবার হোটেলে খাই, ছোটখাট একটা ব্যবসা করি, এবং পার্ট টাইম একটা জব করি ।ভিসা ফরমে আমার পেশা কি দেখাব?
৪। আমি যদি প্রাইভেট চাকরিকে পেশা দেখাই তাহলে আমেরিকান দুতাবাস কি সেখানে খোজ নিতে যাবে?
৫। আমার পুরাতন একটা পাশপোর্ট ছিল, সেটা হারিয়ে গেছে। সেটার তথ্য কি আমি গোপন করব। আমি ইতিপূর্বে বিদেশ যাইনি, কাজেই সেটার কোনো ব্যবহার হ্য়নি
৬। বাবার চিকিৎসার কাগজপত্র জমা দিতে হবে কি?
যদি কেউ এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন তাহলে খুব ভালো হ্য়। আমি আমেরিকান দুতাবাসে অনেক চেস্টা করেও এ ব্যাপারে সাহায্য পায়নি।
খুব জরুরী দরকার। প্লীজ --------------------
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



