সমুদ্র চলুক।
সমুদ্র বয়ে যাক আদিগন্তের বিস্তারে।
পৃথিবীর সমস্ত জলের মাপে সমুদ্র এঁকে নিক তার নিজস্ব মানচিত্র।
আমি শুধু জলকে শুধাবো,
যে জল মেঘ হয়ে আকাশ-শূন্যতায় পাখির মুদ্রায় উড়তে চায়, মুগ্ধতার উড়াল শেষে যে মেঘ বৃষ্টি হতে চায়,
যে বৃষ্টি কিশোরীর মত নূপুরের নিক্কণ তুলে ভিজেয়ে দিয়ে যায় আমাদের রোদ ক্লান্ত দূপুর,
মেঘ-বৃষ্টির মোহন খেলা ভেঙ্গে অতঃপর যে জল পুনরায় সমুদ্র হতে চায়,
মেঘসম্ভবা,
বৃষ্টিপ্রবণ,
হে সমুদ্রবিলাসী জল, কেন তোর এতো খেয়ালি মন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



