রাজার চেয়েও রাজবাড়ীর দারওয়ান আজ জানে অধিক শাষন।
এই সুত্রমতে, বৃক্ষরাও আজকাল শিকড়ে বিশ্বাসী নয়।
তবে একটা প্রশ্ন করা যাক,
ইতিহাসের আগে কী ছিল?
: ইতিহাস।
তার আগে?
: ইতিহাস।
তারও আগে?
: ইতিহাস।
প্রশ্নের মত উত্তরগুলোও বড় প্রাগৈতিহাসিক।
না, সভ্য সময়ে প্রাগৈতিহাসিকতা কোন প্রসঙ্গ হতে পারে না,
কেননা
কে না জানে, পোষভোলা পাতিহাসটার মত ইতিহাসও ভেসে গেছে শুকনো আটপৌরে নদীটির স্রোতে, এক হারানো সন্ধ্যয়!
অতএব,
এ এক সাধারন অধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



