
ফটোগ্রাফির একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল শৈশব থেকেই। কখনো হাতের কাছে ক্যামেরা পেলে কোন সাবজেক্ট খুঁজে স্নাপ নেয়ার আনাড়ি চেষ্টা করেছি অনেক বার। কিন্তু এক্কেবারে নিজের তেমন কোন ক্যামেরা ছিল না আমার। মনে আছে বেশ আগে, তখন য়্যূনিভার্সিটির সেকেন্ড ইয়ারে, বন্ধু ইলিয়াসের সাথে ফিক্সড লেন্সের অতি সাধারন মডেলের ইয়াশিকা ক্যামেরায় কয়েকটা ফিল্ম ফুরিয়েছিলাম এছবি সে ছবি তুলে। ক্যামেরা বা ফটোগ্রাফি বিষয়ে তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষিত হওয়ার আগ্রহ বোধ করিনি কখনো, হয়তো নিজের কোন ক্যামেরা ছিল না তাই অথবা আগ্রহের অবহেলায়। তবে এবার সাহস করে একটা ডিজিটাল ক্যামেরা কিনে ফেললাম।

ব্রান্ড - সনি, মডেল - এইচ ১০।
ইচ্ছে ছিল এসএলআর ক্যামেরা কেনার কিন্তু আনাড়ি হাতের কথা ভেবে এবং হয়তো বা দামটার কথা ভেবেও সে সাহস করিনি। কিন্তু আকাঙ্ক্ষাটা জিইয়ে রেখেছি, নিশ্চই হাতটা একটু পাকা আর পকেটটা একটু ওজনদার হলেই কিনবো। আপাতত এই যথাকিঞ্চিত ক্যামেরা সমেত ফটোগ্রাফিতে নিতান্ত মূর্খ এই আমাকে কোন বিদ্যা দান করা যায় কিনা, ব্লগারফটোগ্রাফার গণ, দেখবেন!