তোমাকে জাগাতে চেয়ে নিরন্তর আমি
অনেক খুঁজেছি দেখে এক সোনার কাঠি
জানি তোমাকে জাগিয়ে একদিন আমি
ঠিক ঠিক চলে যাব সময়ের পাড় ধরে
ঊষার স্নিগ্ধতা পার হলে নরম রোদ যখন
ভোরের শিশিরের সাথে মিতালিতে মিলে
তোমাকে নিয়ে তখন মাটির বুক চিরে
লাঙলের হাল ধরে ফসল ফলাতাম
আড়ি মাটির কুঞ্ঝনে বীজ বুনে বুনে
শ্রান্ত দুপুরে ফসলের ভার কাঁধে লয়ে
আমাদের হত ফেরা তোমার স্বপ্ন নীরে
রোদের পোয়ারা ঢেলে ক্লান্ত সূর্য্যটা যখন
আবিরে রাঙিয়ে দূর দিগন্তে ডুবে যাবে
আামরা তখন হেটে হেটে চলে যাব দূরে
জমিনের বুকে পায়ের চিহ্ন মহাকালে রেখে
ঝিঁঝিঁর কুণ্জণে কান পেতে শীর্ণ আল ধরে
যেখানে আমার শৈশবের শ্যামল প্রান্তর
পাকা ধানের মৌ মৌ গন্ধ বাতাসে ভরে
হেমন্তের দামাল হাওয়ায় দুলে অবিরল
নিশীথিনি রাত নেমে এলে ঝোনাকির ঝাঁক
কৃষ্ণ নীশির গায়ে আলোক বিন্দু জ্বেলে
আমাদের সরল প্রাণ অভিভূত করে দেবে
নিকানো উঠনে শরতের তারা ভরা রাতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



