বিগত ১৯ নভেম্বর ২০০৯ দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঐতিহাসিক রায়ে বঙ্গবন্ধুর ৫ জন "আত্নস্বীকৃত খুনীর" আপীল আবেদন নাকচ করে দিয়েছিল, যার ফলে ইতোপূর্বে ১২ জনের ফাঁসির যে রায় হাইকোর্ট দিয়েছিল তা-ই বহাল রয়ে গেল।
এই ঘাতকরা শিশু হন্তারক, নারী ঘাতক, এমনকি সন্তান সম্ভবা মা হত্যাকারী। এই খুনীরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করার অপচেষ্টা করেছে। এই খুনীদের কারণে ২১ বছর গনতন্ত্রহীন, অধিকারহীন থেকেছে বাংলাদেশের মানুষ। এই খুনীদের কারণে বাংলাদেশে আইনের শাসন ভুলুন্ঠিত হয়েছে। তাই মৃত্যুদন্ডই এদের একমাত্র শাস্তি।
এটা জাতির কোন প্রতিশোধ নয়, এটা হত্যার ন্যায় বিচার ।
দেশপ্রেমিক জনগন মাত্রই রায়ের সঙ্গে একমত। সে কারনে, আমরা জানি, আপনারাও চান এই দন্ড নির্বিঘ্নে কার্যকর হোক।
জাতির জনক হত্যার ন্যায় বিচারে জনগনের আকাংখার বহিঃপ্রকাশের সুযোগ দানের জন্য এবং মৃত্যুদন্ডের রায়ের প্রতি সংহতি প্রকাশের জন্য বাংলাদেশ যুবলীগ গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করেছে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই স্বাক্ষর অভিযান চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত, সেদিন টুঙ্গিপাড়ায় জাতির জনকের মাজারে গণস্বাক্ষর কর্মসূচীর সমাপনী অনুষ্ঠিত হবে।
ইন্টারনেট ব্যবহারকারী সচেতন জনগোষ্ঠী যাতে স্বাক্ষর অভিযানে অংশ নিতে পারেন, সে জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার নিজস্ব ওয়েবসাইট www.awamijuboleague.com এর মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করছে।
বিজয় দিবসের পূর্বমূহূর্তে আমাদের ওয়েবসাইটে গিয়ে যুবলীগের চলমান "অনলাইন সিগনেচার ক্যাম্পেইনে" অংশগ্রহন করে বঙ্গবন্ধু হত্যা মামলায় রায়ের প্রতি আপনার সুদৃঢ় সংহতি প্রকাশ করবেন - আপনাদের কাছে এটাই আমাদের আবেদন।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



