চাঁদ একা আমি একা
লেকটা চাঁদের আলোয় ঝলমল করেছে...
আর তোমার স্মৃতিগুলো টলমল করছে আমার হৃদয়ে।
নিঝুম রাত আর সহরোয়ার্দি পার্ক
শুয়ে আছি আকাশের দিকে তাকিয়ে
ও চাঁদ তুমি এত দূরে তবুও তোমাকে স্পষ্ট দেখি
অথচ সাত সমুদ্র তেরো নদীর পারের চাঁদনিকে দেখি না।
তোমার নীল আলো কি আজ গড়িয়ে যাচ্ছে ওর শরীরে?
যদি তার হৃদয়টা আয়না হত তাহলে তোমার আয়নায়
তাকালেই আমাকে দেখতে পেতো...
অন্ধ তুমি..........
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



