এত স্বপ্নের মাঝে নিজিকে খুজে পেতে কষ্ট হয়
এত সুন্দরের মাঝেও নিজেকে চিনে নীতে কষ্ট হয়...
এলকোহলের ঝাঝালো বন্যায় হালকা আলোয় নিজেকে বড় অচেনা মনে হয়।
পৃথিবীর সমস্ত ভালবাসার বিনিময়ে ভালোবাসাটাকেও হারিয়ে ফেলি
যদি বুঝতে তাহলে ঘুমাও কিভাবে...
স্বপ্নরা আমাকে ঘুমাতে দেয়না তাই জেগে জেগেই স্বপ্ন দেখি
ফয়েলের নীল ধোয়ায় স্বপ্নরা উড়ে বেরায় তারায় তারায়..
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ ভোর ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



