কীভাবে বুঝবেন আপনি একজন বিষাক্ত মানুষ?
** লোকের আনন্দ এবং দুঃখের বহিঃপ্রকাশ সহ্য হবে না। কেউ হাসলেও ঢং মনে হবে, কেউ কাঁদলেও ন্যাকা কান্না মনে হবে।
** কারোর সফলতা সহ্য করতে পারেন না। সফল মানুষ দেখলেই নিজের মনে হিংসা হয়।
** অন্যের নিন্দে করতে খুব ভালো লাগে। আপনার বন্ধু যারা ঠিক আপনার মতোই বিষাক্ত।
** কাউকে ইন্ডায়রেক্টলি অপমান করতে, ছোট করতে, নাম না নিয়ে নিন্দা করতে খুব ভালো লাগবে। কিন্তু সাহস নাই যাকে নিয়ে কুচর্চা করছেন তার মুখের ওপর বলার।
** সর্বক্ষেত্রে নিজেকে ঠিক আর বাকিদেরকে ভুল মনে হবে। যাদেরকে কমবেশি লোকে চেনে, তাদের সব্বাইকে ফুটেজখোর মনে হবে। শুধু নিজেকে খুব অমায়িক এবং জেনুইন মনে হবে।
** ব্লগ - ফেসবুকে ফেক একাউন্ট থাকবে আপনার অনেকগুলো। যাদেরকে খুব খিস্তি দিতে ইচ্ছা করে, কিন্তু আপনার যোগ্যতা নেই বলে দিতে পারেন না, তাদের নিজের ফেক একাউন্টগুলো থেকে খিস্তি মারবেন।
** ব্লগ- ফেসবুকে আপনার পোস্টে অনেকেই লাইক কমেন্টস করেন। আপনার লেখার প্রশংসা করেন কিন্তু আপনি অন্যদের পোস্টে লাইক কমেন্টস দূরের কথা - মাড়ানোরও প্রয়োজন মনে করেন না।
** কখনও অবসরে নিজের দিকে তাকালে বুঝতে পারেন, আদতে আপনি শুধু লোককে ছোট করা ছাড়া আর কিছুই করেন না। আপনার জীবনে আপনার মত কিছু নেগেটিভ মানুষ ছাড়া আর কোনও মানুষও নেই। কেউ ভুল করে চলে আসলেও, বেশি দিন টেকে না...
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



