এই পৃথিবীর ভেতর আরও এক পৃথিবী আছে,
এই জীবনের ভেতর আরও অনেকগুলো জীবন। তারপরও সব অন্তহীণ মনে হয়।
এই আমির ভিতরে আর একটা আমি আছে। যেই আমিটা রাত জেগে জোনাকির বাড়ি খোজে। দিনের আলোয় রাতে খসে পড়া তারাদের দেহ খোজে, যেই আমিটা কোজাগরি রাতে মোমের সিড়ি হেলিয়ে রাখে চাঁদের গায়ে।
যেই আমিটা একটা রেনেসাসের স্বপ্ন দেখে, যেদিন সব কবিরা কালি ছিটিয়ে দিয়ে বুকের রক্ত ঝড়িয়ে বিপ্লবের গান গাইবে।
সেই আমিটা এক বস্তির মেয়েকে ছেড়া কাপড়ে দেখে, ছুড়ে ফেলে দেয় ডি এস এল আর।
সেই আমিটার আজ বড় অভাব। সেই আমিটাই আমার পৃথিবী। সেই আমির ভেতরেই আমি আবৃত এক অস্পষ্ট স্বরের অভিমানী পাহাড়।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



