অনুগল্পঃ
~~প্রশ্ন~~
নবম শ্রেণির ছাত্রী ইরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে এলো না- ইরার মা বাবা সব যায়গায় খোজাখুজি করেও ইরার কোনো সন্ধান পেলোনা। প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা বলাবলি করছে- মেয়েটি কোনো ছেলে বন্ধুর সাথে পালিয়েছে।
পাড়া জুড়ে ঢি ঢি পড়ে গেল। তবে ইরার পালিয়ে যাওয়া ছেলে বন্ধুর কোনো খোঁজ কেউ পেল না। পাড়ায় রটে গেল নিশ্চয়ই খারাপ লোকেরা ফুসলিয়ে নিয়ে পাড়ায় বিক্রি করে দিয়েছে.....
ইরার বাবা মা সমাজে মুখ দেখাতে পারছে না। একমাত্র মেয়েকে হারানোর কষ্ট বুকের ভেতর ট্যাংরা টিলার আগুন হয়ে জ্বলে....
মাস ছয়েক পরে ইরা বাড়ি ফিরে এলো। একা।
প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা যা বোঝার বুঝে গিয়েছে। সবাই ওর বাবাকে বলল- 'এতদিন পরে ফিরল, তাও মেয়েকে ঘরে তুললে? কোন প্রশ্ন করলে না?'
ইরার বাবা বলল- "ও যদি মেয়ে না হয়ে ছেলে হত, তাহলে কি আপনারা এই প্রশ্ন করতেন?"
(ফেসবুক মেমোরি থেকে)
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




