উপহারের বিড়ম্বনা.....
আমার নামে বাসার ঠিকানায় DHL থেকে একটা পার্সেল এসেছে। চমৎকার প্যাকিং- উপরে নাম, ঠিকানা এবং সেলফোন নম্বর সঠিক। নিয়মানুযায়ী বাড়ির কেয়ারটেকার রিসিভ করে বাসায় পৌঁছে দেয়। কেয়ারটেকার এর হাত থেকে আমিই রিসিভ করি।

বাসায় উপস্থিত সবার সামনেই প্যাকেট খুলছি...র্যাপিং পেপারে মোড়ানো- এক, দুই, তিন, চার এবং পঞ্চম পর্ব খুলে ছবির এই উপহার পেলাম। উপহার দেখে আমি নিজেই বিব্রত- যা আমার জন্য উপযোগী নয়! ভিতরে প্রেরকের কোনো ঠিকানা নাই.....
স্ত্রী, সন্তানদের, পুত্রবধূর এমনকি নাতনীরও প্রশ্ন- "কে দিয়েছে?"
আমি যতই বলি- "আমি এমন কাউকে চিনিনা, জানিনা- যে এমন একটা উপহার আমাকে পাঠাতে পারেন....."- সবার মুখ চোখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি- আমার জবাব কারোরই বিশ্বাসযোগ্য মনে হয়নি.....
আমিও বিব্রত, অস্বস্তিবোধ করছি!
বিশ্বসংসার আর ক্ষুদ্র জীবনের ইতিহাস তন্নতন্ন করে খুঁজেও তেমন কাউকে পাচ্ছিনা, যে আমাকে এমন একটা উপহার পাঠিয়ে স্ত্রী সন্তানদের, পুত্রবধূ নাতনীর সামনে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে.....
কিংকর্তব্যবিমুঢ় আমি একাকী উপহার সামনে নিয়ে বসে আছি! লক্ষ্য করে দেখি, পার্সেলের মূল প্যাকেটের উপরে যে নাম লিখেছে তেমন নামের বহুজনকে চিনি। যে ফোন নম্বর ব্যবহার করে পার্সেল করেছে সেই 01752.... ফোন নম্বর আমারই একটা পুরনো নম্বর(প্রথম ৯ ডিজিট) যা গ্রামীণ ফোনের শুরুতে অনেক দাম দিয়ে কিনেছিলাম.....
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




