প্রহসনের বিচার ১৬০০ সাল থেকে ২০১৮ সাল.....
রোমের পবিত্র হোলি অফিসে হাত বাঁধা অবস্থায় বসেছিলেন বছর সত্তরের বৃদ্ধ গ্যালিলিও। ক্লান্তিতে মাথা ঝুঁকে পড়েছে। অনেকবার পানি চেয়েও পাননি। কিছুক্ষণের মধ্যে গীর্জা সংলগ্ন বিচার প্রাংগণ ভরে উঠল মানুষে।
বিচার শুরু হলো.... দোষ, গ্যালিলিও বলেছেন- "কোপারনিকাসের কথাই ঠিক। সূর্য স্থির, পৃথিবী ঘুরছে তাঁর চারপাশে।"
কিন্তু তা কি করে সম্ভব! বাইবেল তো যুগ যুগ ধরে অন্য কথাই শিখিয়ে এসেছে। বুড়োটা যা বলছে, তা এক কথায় ঈশ্বরের বিরোধিতা, লোকটা ধর্মদ্রোহী। লোকটার শাস্তি চাই।
গ্যালিলিও নিজেও দূরবীন দিয়ে রাতের পর রাত দেখেছেন তারাদের চলাফেরা। এখন তিনি ক্লান্ত। লড়াই করার শক্তিটুকু অবশিষ্ট নেই। শাসক দলের নেতারা বলেছে- তিনি একবার স্বীকারোক্তি দিলেই তাঁকে ছেড়ে দেবে...।
গ্যালিলিও বাড়ি যেতে চান। অনেক কাজ বাকি। কাঁপা কাঁপা গলায় বললেন বৃদ্ধ গ্যালিলিও, "আমি, গ্যালিলিও গ্যালিলি, ঈশ্বরের নামে শপথ নিয়ে বলছি, আমি চিরকাল এবং আজও চার্চ ও তাঁর মহান শিক্ষায় বিশ্বাসী। সূর্য নয়, পৃথিবী স্থির। সূর্য তার চারপাশে ঘুরছে।"
বিচার শেষ। ঠিক হল বাকি জীবন তাঁকে বন্দি দশায় কাটাতে হবে। তাঁর মত বিপদজনক অপরাধীকে বাইরে রাখা যায় না। কি জানি, কখন আবার কি প্রচার শুরু করবেন। আর বাড়ি ফেরা হল না গ্যালিলিওর।
হাঁটু মোড়া অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে তিনি শুধু বললেন- "তবু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যাবে"।
সুদূর রোমে গ্যালিলিওর বিচারের নামে এই প্রহসন হয়েছিল ১৬৩৩ সনে, তবে ১৬০০ সনে জর্দানো ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা শুরু হয়েছিল প্রহসনের বিচার। এমন বিচার আরও হয়েছে- ইরাকে সাদ্দাম হোসেনের, মিশরের মুরসির এবং বাংলাদেশে শেখ হাসিনার অপশাসনে ....
(২০১৮ সালে ম্যাডাম জিয়াকে জেল দণ্ড দেওয়ার পর ফেসবুকে লিখেছিলাম....)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


