কে আমি?.....
Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।
'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে একদল ফরাসী সৈন্য দিনের পর দিন অপেক্ষা করছে বিজেতাদের হাতে বন্দী হবার জন্য। তাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব গেছে হারিয়ে। তাদের স্বদেশ নেই, তাদের নেই জাতীয় স্বকীয়তা, তারা আর মানুষ নয়, শুধু পরাজিত সৈনিক।এমন এক যুদ্ধে পরাজিত, যে যুদ্ধ তারা বাধায় নি। যে যুদ্ধ ঘোষণা করার সময় তাদের মতামত নেওয়ার প্রশ্ন জাগেনি কারুর মনে। যে যুদ্ধ জিতবার সুযোগ কিম্বা শত্রুকে মারবার সুযোগ পর্যন্ত তারা পায়নি।'-
এই পর্যন্ত সাত্রের লেখা।
আজকের এই আমি।
আমার মনে হয় তেমনি একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় আমি সেই রকম
একজন পরাজিত সৈনিক। আমার চারিদিকে কেবল প্রশ্নের বূহ্য - কে আমি?
কি আমি?
কোথায় আমি?
কেন আমি?
কার জন্য আমি?
যুদ্ধ মানেই তো ক্ষয়, ধ্বংস, হাহাকার, যণ্ত্রণা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


