যে হিসাব এখনো জানা হয়নি-
(১) জয়কে এডভাইজার হিসেবে প্রতিমাসে কত কোটি টাকা দেয়া হতো?
- এবং এই টাকা সে কিভাবে নিতো , দেশে নাকি আমেরিকায় পাঠানো হতো? আমেরিকা পাঠালে সরকারি লিগ্যাল চ্যানেলে পাঠানো হতো কিনা।
(২) ৬০০ কোটি টাকার স্যাটেলাইট কিভাবে ৩,০০০ কোটি টাকা খরচ দেখানো হয়েছে?
-ফ্রান্সের যে অরজিনাল কোম্পানী তারা তো ৬০০ কোটি বা একটু বেশি পেয়ে থাকতে পারে , কিন্তু তাদেরকে তো সরাসরি এই টাকা দেয়া হয়নি। তাহলে মাঝে কোন এজেন্সিকে কিভাবে টাকাগুলো দেয়া হয়েছে?
- ওই এজেন্সির অফিস কোথায় এবং তাদের বোর্ড অফ ডিরেক্টরে কাদের কাদের নাম আছে। দেশের ভিতর তাদের এজেন্ট কারা ছিল?
- এই স্যাটেলাইটে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে প্রতিবছরে আর কয় পয়সা আয় হয়েছে?
(৩) বাংলাদেশ ব্যাংকের বিলিয়ন ডলার যখন লুট করে তখন ইন্ডিয়ান একটি আইটি কোম্পানী সিকুরিটি আপডেটের নামে ব্যাংকের ভিতর কাজ করছিলো।
- তারা আসলে কি কাজ করছিলো? তারা কিভাবে নিয়োগ পেয়েছিলো?
- তাদেরকেই কেন ওই ডাকাতির খোঁজ নেয়ার কাজ দেয়া হলো?
- ঘটনার একদিন পরে ব্যাংকের আইটি সিকুরিটিতে কাজ করার সবার ল্যাপটপ জমা দিতে নির্দেশ দেয় সিকুরিটি আপডেটের নামে এবং আপডেটের নামে সমস্ত ট্রাঞ্জাকশনের হিস্টোরি মুছে ফেলা হয়। নতুন আইডি/পাসওয়ার্ড দেয়া হয়, যা দিয়ে পুরোনো কোন তথ্য কর্মকর্তারা আর দেখতে পারেনি।
- সে সময়ের গভর্নর আতাউরকে কেন এখনো রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে না? সে আসলে কি কি জানতো?
-সেই সাথে তখন গুরুত্বপূর্ণ পদে বসে থাকা অফিসারদের জবান বন্দি এখনো নেয়া হয়নি কেন?
(৪) তিতাস নদীতে বাঁধ দিয়ে ইন্ডিয়ান শত চাকার লরিকে সেভেন সিস্টারে যাওয়ার অনুমতি দেয়া হয়।
- পৃথিবীর ইতিহাসে কোন দেশে নদীতে এমন বাঁধ দেয়ার কোন নজির নেই।
- ওই লরিগুলিতে এমন কি ছিল যে নদীতে বাঁধ দিয়ে নিতে হয়েছে?
- একটি কথা তখন ভিতরে ভিতরে চালু ছিল, পূর্বাঞ্চলে দাদাদের আণবিক বোমা এর আগে বসাতে পারেনি, ওগুলো পাঠানোর জন্য নদীতে বাঁধ দিতে হয়।
- তাই যদি হয় তাহলে বাংলাদেশ সরকার জানতো কিনা, জানলে কার নির্দেশে সেগুলো করা হয়?
(৫) জঙ্গী হামলার যে সকল নাটক করা হয়েছে (সে সময়ের আইজির বইতে উল্লেখ আছে), কোন কোন ঘটনাগুলো কাদের মাধ্যমে করা হয়েছে?
(৬) ২০১০ সালে হাসিনা মনমোহন সিং-এর সাথে চুক্তি করে দেশে ফিরলে বিশাল আয়োজন করে সেই চুক্তি উদযাপন করা হয়, সেটা নাকি দেশের জন্য বিরাট অর্জন ছিল!
সেই চুক্তিসহ তাদের সাথে সকল চুক্তি আজও কেন প্রকাশ করা হয়নি?
সেই সময় পার্লামেন্টে ওই সব চুক্তি নিয়ে আলাপ আলোচনা বাধ্যতামূলক ছিল, কিন্তু সংবিধান পরিবর্তন করে সেটা বন্ধ করা হয়!
এমন কি চুক্তি ছিল যে সেগুলো গোপন করতে হয়?
(৭) বিডিআর কিলিং-এর সেনাবাহিনীর তৈরী তদন্তব রিপোর্ট কেন প্রকাশ করা হচ্ছে না?
- সেই সময় যেসব জোয়ানরা জেলের ভিতর হটাৎ "হার্ট এটাকে " মারাগেছে তাদের ময়না তদন্ত রিপোর্ট আছে কিনা? তাদের নাম ঠিকানা নিয়ে তাদের পরিবারের সাথে কেউ যোগাযোগ করছে কিনা?
গরম গরম গণঅভ্যুথানের পর নতুন সরকার যদি এসব এখনই প্রকাশ না করে, তবে আর ক'দিন পর তাদের কোন সাহস হবে না এগুলো প্রকাশ করার।
দুই, এক বছর পর নির্বাচিত সরকার আসলে তারা কোনদিন এই সকল জিনিস প্রকাশ করতে পারবে না দাদাদের চাপে। এমনও হবে তখন এসব ঘটনার কোন কাগজপত্র কিছুই পাওয়া যাবে না।
এই কেয়ারটেকার সরকার আর কিছু না পারুক, অন্তত তথ্যগুলো জানাতে পারে জাতিকে। লক্ষ কোটি ডলার পাচার হয়েছে শুধু মুখে বললে হবে না, কোন খাতে কিভাবে পাচার করেছে সেগুলো না জানলে এই পাচার আবার হবে সামনে যেই সরকার আসুক না কেন!
★ লেডি ফেরাউন হাসিনার গোয়েবলসদের ধরুন।
★ সাইকোপ্যাথ হাসিনা জুলাই-আগস্টের গণহত্যাকারী।
★ ইনডিয়ায় বসে সে 'পুড়িয়ে দাও' বলে এখনও ষড়যন্ত্র করছে।
★ এই গণহত্যাকারী অতীতে তার 'আইখম্যানদের' ব্যবহার করে গুম-খুন-তথাকথিত ক্রসফায়ার করে দেশে এক ভয়ের শাসন কয়েম করেছিল।
★ এখন তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশে দাঙ্গা বাঁধাতে চায়।
- সবাই সাবধান থাকুন। গণহত্যাকারী ও তার দলবলকে রুখে দিন এবং হাসিনার ঘাপটি মেরে থেকে গোয়েবলসদেরও চিহ্নিত করে রুখে দিন।
কৃতজ্ঞতা স্বীকারঃ ফেসবুক বন্ধু Safi Haque ভাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



