আলহামদুলিল্লাহ।
এক এক করে আইনী প্রক্রিয়ায় সবগুলো মামলা থেকে মুক্ত।
আগেই তিনটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা থেকে খালাস পেয়েছিলাম। অবশিষ্ট একটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলা/ সাইবার ক্রাইম এ্যাক্ট মামলা থেকে আজ মুক্ত হলাম!
২০১৮ সালের ২৭ অক্টোবর থেকে আমি ঘুমাইনি।
আজ হতে ৩০৯ বছর ঘুমাবো আমি।
পৃথিবী, তোমার ভোর হলে আমায় ডেকে দিও,
জুলভার্ণের ৮০ দিনে বিশ্বভ্রমণ অথবা
মায়াকোভস্কির শেষ ৮ সেকেন্ডের পর আমায় জাগিও।
জতুগৃহে ১৪ বছরের বনবাস শেষে পৃথিবী দেখছি-
প্রগতির প্রো-গতিতে সবে মাত্র একপ্রহর,
দ্বিপ্রহর কেটে গেলে ভৈরবীতে সুর সাধব আবার
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
স্রোতস্বিনী ক্ষীরনদী ক্ষীণকায় খাল দেখছি-
খালের পাঁজরে অক্সিজেনের চাষ,
নদী তার স্রোত ফিরে পেলে বাতাসে পাল ওড়াব;
৩০৯ বছর পর আমায় ডেকে দিও।
ছয়টি বছর আমি ঘুমাইনি।
অন্তত তিন মাস পর,
অথবা তিন দিন...
ভীষণ ক্লান্ত আমি।
ভীষণ।