আমি বোধয় একটু বেশিই লম্বা ...৬ফুট ১ ।
এই জন্য নানান সমস্যায় পরতে হয়...যেমন মা বলে "বাল্ব টা একটু লাগায়ে দে তো বাজান", "দেখতো সিলিং এর পাতিলটা হাতে পাস কিনা" ইত্যাদি ইত্যাদি...আবার কিছু কিছু সুবিধাও আছে...
তবে আজকে একটা মজার ঘটনা বলি...
তখন রাত প্রায় ৮টা , টিউশনি করতে যাচ্ছি, মেইন রাস্তা থেকে চিপা একটা গলিতে ঢুকলাম শর্টকাট মারার জন্য... গলিটা একটু লম্বা , দেখলাম সামনে একটা মেয়ে হাঁটছে , চিপা রাস্তা তাই মেয়েটাকে ওভারটেকও করতে পারছিলাম না, ঠিক ঐ সময় কারেন্ট গেল চলে
আমি বরাবরই শব্দ না করেই হাঁটি...so নিঃশব্দে আমি পিছনে পিছনে যাচ্ছি...
হঠাৎ কি মনে করে যেন মেয়ে টা পেছন দিকে তাকালো...আমিও সেদিন সাদা একটা T-shirt পরেছিলাম...
মেয়েটা আমার দিকে তাকিয়ে " ও আল্লা গোওওও... " বলে একটা মহাচিৎকার দিলো...
হাহা...
চিৎকার শুনে আমিও চরম ভয় পাইছিলাম... হয়ত তার থেকেও বেশী
আমি তখন গাধার মত মেয়েটা কে কি বললাম জানেন ... "sorry"... !!! :!>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


