আল্লার রহমতে দেশে ও দেশের বাইরের অনেকগুলো মহাপ্রাণ মানুষের (আপনারাও আছেন) সহায়তায় অবশেষে ১১ আগস্ট বারডেমে সাব্বির ভাইয়ের দেহে তার মায়ের কিডনি প্রতিস্থাপিত হয়েছে । ডাক্তারদের মতে অপারেশন কোন জটিলতা ছাড়াই সম্পন্ন হয়েছে । অবশ্য অব্যাহত রক্তক্ষরণ হতে থাকায় সাব্বির ভাইয়ের আম্মাকে নিয়ে একটু দুশ্চিন্তা দেখা দিয়েছিল, যা পরে কেটে যায় । এরপর ১২ তারিখ রাতে আবার ইউরিনের সাথে অতিমাত্রায় রক্ত যেতে থাকায় জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া হয় । এখন মোটামুটি স্থিতাবস্থায় আছেন সাব্বির ভাই । সকল প্রশংসা আল্লার ।
কিডনি প্রতিস্থাপন এই চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু ডাক্তারদের সাথে কথা বলে যেটা বুঝলাম এর চেয়েও কঠিন ধাপ হল প্রতিস্থাপন-পরবর্তি চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া, যেটা দীর্ঘমেয়াদি এবং সঙ্গত কারণেই ব্যয়বহুল । ডাক্তারদের ভাষ্যমতে প্রতিস্থাপনের পরের ছয় মাস ওষুধ এবং আনুষঙ্গিক চিকিৎসা খরচ বাবদ প্রতিমাসে প্রায় ৪০,০০০ টাকার দরকার ।
আমরা এটা আগেই জানতাম যে প্রতিস্থাপনের যে নির্ধারিত ব্যয় বারডেমে, ৬ লাখ ২০ হাজার টাকা, তা খরচ হয়ে গেলে সাব্বির ভাইয়ের ব্যাংকে আর বলতে গেলে কিছুই অবশিষ্ট থাকবে না । তারপরও আমি তাকে বারবার ইনসিস্ট করে গেছি প্রতিস্থাপনে এই ভেবে যে নিশ্চয়ই বারডেম কর্তৃপক্ষ তার ব্যয়ের কিছু অংশ মওকুফ করে দেবেন (বিশেষ করে যখন জেনেছিলাম মোট ব্যয়ের ২ লাখ টাকা যাবে ড্যাব-এর ফান্ডে) । কিন্তু আমাদের অনেক অনুনয়-বিননয়েও কর্তৃপক্ষকে বোঝানো যায়নি কেন সাব্বির ভাই একটা concession পেতে পারেন ।
এখন বাধ্য হয়েই তাই আবার আপনাদের দ্বারস্থ হলাম । সত্যি কথা বলতে কি, যেই দেশের অধিকাংশ মানুষই দারিদ্যসীমার নিচে বাস করেন, পত্রিকা মানেই খারাপ খবরের পসরা আর অগুনতি অসহায় মুমূর্ষু মানুষের সাহায্যের আবেদন সেই দেশে একটা স্কুল মাস্টার মরল কি বাঁচল তাতে কিছু যায় আসে না ! কিন্তু এত কাছ থেকে দেখতে দেখতে সাব্বির ভাই এখন আর আমার কাছে আরেকজন দুঃস্থ মানুষ না, সাব্বির ভাইয়ের বাচ্চাটা এত সহজে আমাকে আর আমার ভাইকে চাচা বানিয়ে ফেলেছে যে এখন আর আমার একটুও লজ্জা লাগছে না এইভাবে আপনাদের কাছে নিজের ভাইয়ের জন্য হাত পাততে ।
আপনাদের সুবিধার্থে সাহায্য পাঠানোর বিস্তারিত আবারো দিচ্ছিঃ
সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী।
অস্ট্রেলিয়া থেকে কেউ যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান তবে তাজিন আপুর নীচের এই একাউন্টে পাঠাতে পারেনঃ
Commonwealth Bank
A/C Name: Rukhsana Tarannum Tajin
BSB: 062831
A/c No: 10327883
PayPal এর মাধ্যমে অর্থ পাঠাতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে PayPal বাটনটির সাহায্য নিনঃ
http://donatesabbir.wordpress.com/
তাজিন আপু প্রায় একক প্রচেষ্টায় আপনাদের সহায়তায় সাব্বির ভাইকে এতদূর নিয়ে আসতে পেরেছেন । রমযান মাস, ক'দিন বাদেই ঈদ , আমরা আরেকটু কি চেষ্টা করে দেখতে পারিনা ? সামান্য ক'টা টাকা জোগাড় করা খুব কি কঠিন হবে ?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১১ সকাল ১০:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



