ধর্মের ভিত্তিতে জাতির বিভেদ হতে পারে না। ধর্মান্ধরা সস্তা জনপ্রিয়তার জন্য এই বিভেদ সৃষ্টি করেছে। জাতি হিসাবে আমি বাঙ্গালি, ধর্ম বিশ্বাসে আমি মুসলিম। ”মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ)” এই বক্তব্য পেশ করতে করতে মাওলানা সাহেবরা ওয়াজের ময়দান গরম করে ফেলেছেন। কিন্তু এর স্বপক্ষে কোন যুক্তি উপস্থাপন করতে পারেন নি। আপনাদের বক্তব্য অনুসারে ইহুদি, খৃষ্টানরাও আমাদেরই জাতি। কারণ তাদের নবিরাও ইব্রাহিম (আঃ) এর বংশধর।
কিন্তু না, মুসলিমরা একটা জাতি না। পৃথিবীর হাজারো জাতি তাদের ধর্ম হিসাবে শান্তির পথ ইসলামকে বেছে নিয়েছে। ইসলামের সুশিতল ছায়াতলে আশ্রয় নিলেই তুমি অন্য জাতিতে রূপান্তরিত হবে না। তাই যদি হতো তাহলে বাস্তুচ্যুত আফগানদের ঠেকাতে তুরস্ক কংক্রিটের প্রাচীর তৈরি করতো না। সৌদি, দুবাই, কুয়েত যেতে মুসলিমদের ভিসা লাগতো না। বেদুইন জাতি সৌদিরা বাঙ্গালি মুসলিমদের মিসকিন জাতি বলে গালি দিত না।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



