
অভিভাবকের জোড়ে আবুলও নেতা আর গোপালও কর্মকর্তা। তবে নীতিবান অভিভাবকের কথা আলাদা। কিন্তু এ সমাজটা নীতিহীন অভিভাবকে ঠাসা। যথাযথ অভিভাবকের অভাবে কেউ ছেড়া সেন্ডেল পায়ে রাস্তায় হাঁটছে আবার কেউ নীতিহীন অভিভাবকের আশির্বাদে পাজেরো চড়ছে।
বিশ্ব পরিমন্ডলে অভিভাবেকের গুণে পূর্ব টিমুরের মত ক্ষুদ্র জনগোষ্ঠীও স্বাধীন হচ্ছে আবার তিব্বতের মতো বৃহৎ দেশও কেউ গিলে খাচ্ছে। ইস্রাইলের মতো সন্ত্রাসী চক্রও পারমানবিক শক্তিধর হচ্ছে আবার ইরানের মতো স্বাধীন দেশও অধিকার বঞ্চিত হচ্ছে।
তালেবান ইস্যুতে বিশ্ব হেন করেগা, তেন করেগা বলে লাফালাফি করে আজ শক্তিশালী অর্থনৈতিক অভিভাবক কাতারের বলে সবাই সহযোগীতার জন্য আফগানিস্থানে ঝাপিয়ে পরছে। অথচ কপর্দকহীন অভিভাবক বাংলাদেশ আজও রোহিঙ্গাদের মাথায় নিয়ে ঘাড় মটকানো অবস্থায় হেঁটেই চলেছে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



