ঘোড়া : আকৃতিপর্ব্ব
ঘোড়া : প্রকৃতিপর্ব্ব
ঘোড়া : খাদ্যপর্ব্ব
আয়ুপর্ব্ব
আয়ুর জন্য সংবাদপত্র ও টিভিচ্যানেল দায়ী। কখনো দায়ী পৃথিবী গোল এই ধারনা। আয়ু এক ধরনের অপরাধ। এই কারণে ক্যালেন্ডার একটি অশ্লীল চিত্র। পঞ্জিকা একটি নিষিদ্ধ পুস্তক। ঘড়ি একটি অশ্লীল ইঙ্গিত। ঘড়ির সঙ্গে ঘোড়ার কোন সম্পর্ক নেই। ঘড়ির টক্ টক্ বন্ধ হয়ে যায়। ঘোড়ার টক্ টক্ টক্ শব্দ কখনো বন্ধ হয় না। ঘড়ির ক্ষেত্রে তা বন্ধ হয়ে যায় এজন্য ঘড়ি অশ্লীল। তখন তা নগ্ন করে নতুন ব্যাটারী লাগাতে হয় - তাই ব্যাপারটা আরো অশ্লীল।
আয়ু আলুর মতোই পচনশীল। একটি পচা আলু সমস্ত আলুর মধ্যে পচন ধরিয়ে দেয়। এইভাবে বস্তা বস্তা আলু নস্ট হয়। এইভাবে যুগ যুগ আয়ু নস্ট হয়। ঘোড়ারা সেদিক থেকে আয়ুবাজ ও আলুবাজ নয়।
ঘোড়া তার বিশাল পেটে হাজারখানেক কাপুরুষ যোদ্ধা লুকিয়ে রাখতে পেরেছিল বলে শোনা যায়। যদিও তারা আস্তাবলের মশা মারতে পারেনা। যুদ্ধক্ষেত্রে ফুটবল খেলার চেষ্টা করে । তারা দেখে এসছে খেলা এক ধরনের মৃত্যূচর্চা। জাপানিরা এদের কাছ থেকে হারিকিরির আইডিয়া পেয়েছিল। আয়ু এসবের কাছে একটি চরম অশ্লীল প্রসঙ্গ।
(চলবে...)
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




