
মানুষ চলে যায় কয়েক ভাবে। জীবন থেকে চলে যায়, নিজের থেকেও মানুষ মুক্তি পায়, আবার ধরণী থেকেও চিরবিদায় নেয়। তবে যেখান থেকেই যাক, মানুষে অস্তীত্ব থেকে যায়। তাছাড়া, এ বিশ্বের কোন কিছুই হারিয়ে যায় না, রুপান্তর হয় মাত্র। সেভাবে দেখলে, কোন মানুষই চিরবিদায় নেয় না। তাঁর অনু পরমানু রুপান্তরিত হয় মাত্র।
----১-------------------------
একটু একটু করে চলে যাওয়া
-------------------------------
আলতো করে
একটু একটু করে
একঘেয়ে অনেক দিন ধরে
আলগাভাবে,
আমাকে মুক্ত করছ।
কিন্তু একটি মুহূর্ত -
স্বস্তি হয়েছিল
হয়ত তুমি আমাকে বেঁধেছ
তুমি আমাকে শৃঙ্খলিত করেছ,
এবং এমনকি পরে তুমি যখন চলে গেলে
তুমি আমাকে চাওনি আর একটুও
তবুও মনে হয়েছিল।
অবশেষে চলে গেলে
দিয়ে গেলে
বন্দিত্ব,
এবং ক্ষত
এবং খালি বিছানা,
যেখান থেকে
এখনও ভেসে আসে
ফেলে যাওয়া সুরভী তোমার।
-----২-------
মুক্তি
--------------
কখনও কখনও
তোমাকে যা করতে হবে
সেটা হল-
বাতাসে কান পেতে
বায়ুর শব্দমালা শুনতে হবে,
আর যা শুনতে পাবে
সেটা একান্তই তোমার জন্য
উচ্চারিত,
সেটিই তোমাকে করতে হবে,
তবেই আত্মার মুক্তি।
-------৩----------------
জীবিত জীবন | স্বর্গীয়তা
-------------------------
মৃত্যুর পর আমার কবিতা পড়ো
এবং সেখানেই আমি থাকব।
এখন আলোর সন্ধান করছি
পবিত্রতম শিখা জ্বেলে
চলে যাওয়ার
পূর্বক্ষণে।
মানব সভ্যতার শ্রেস্ঠ
করুণা ধারার খোজে,
দিয়েছি আত্মা, মন ও প্রাণ।
ছবি: পাশের পার্কে তোলা, ছোট্ট ঝড়না।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




