এটা অত্যন্ত একটা গুরত্বপূর্ণ প্রশ্ন।যার উত্তর সঠিকভাবে নির্ধারণ করতে বারবার হোচট খেতে হয।আশা করি সত্যসন্ধানী ব্লগারগন যুক্তিপূর্ণ ভাবে বিষয়টি উপস্হাপন করবেন।আ০য়ামীলীগের সাথে বিরোধীতা আছে তাই তাদেরকে বড় ধর্মব্যবসায়ী বলবেন এমনটি কামনা করি না।আবার যুক্তি ব্যতীত জামাতকে বড় ধর্মব্যবসায়ী বলবেন ,তা০ মনে হয় অনৈতিক বলে বিবেচিত হবে।
সুতরাং আপনার দৃষ্টিতে যাকেই বড় ধর্মব্যবসায়ী বলবেন,তার পক্ষে মজবুত যুক্তি চাই।
আমার দৃষ্টিতে আ০য়ামীলীগকেই বড় ধর্মব্যবসায়ী বলে মনে হয়।কারণ যারা ধর্মের বিধান মানার ক্ষেত্রে কট্রর তাদেরকে বলা হয় ধর্মান্ধ বা মৌলবাদী।আর যারা ধর্মের বিধান পালন করে না কিন্তু ধর্মীয় আবেগ দিয়ে মানুষের সাথে প্রতারণা করে,তাদেরকেই বলা হয় ধর্মব্যবসায়ী।এই দৃষ্টকোণ থেকে আ০য়ামীলীগ ১০০ মার্কসে ১১০ পেতে পারে।
যদি তাই না হয়,
তাহলে কেন ৯৬ সালের নির্বাচনের আগে হাসিনা মাথায় পট্রি বাঁধল ?
০৮ সালের নির্বাচনের আগে কেন ইশতেহারে ঘোষণা করল,
"কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন করব না।"
কারণ তারা এটা খুব ভালো করে উপলব্ধি করেছে,এই বেশ না ধরলে ভোট পা০য়া যাবে না।
বলা যেতে পারে,তা পালন করা জন্যই বলেছে,
তাহলে প্রশ্ন জাগে,
কেন ?
ইসলামের দৃষ্টিতে ফরজ রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত চলছে ?
বোরকার বিরূদ্ধে পরিপত্র জারি করা হচ্ছে কেন,অথচ এটা কোরআনের বিধান ?(সূরা নূর:২৭-৩০ দ্রষ্টব্য)
ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে কেন ?অথচ তা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।(সূরা বাকারা:৮৫,১০৮;আলে ইমরান:১৯,৮৫;নিসা:৬৫;আরাফ:৫৪,ইউসুফ:৩৯;মায়েদা:৪৪,৪৫,৪৭,৫০;নিসা:৬০,৬৫;আহযাব:৩৬)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



