অনেকে বিভিন্ন অজুহাত বা যুক্তি দিয়ে ইসলামী আন্দোলনের মত অত্যন্ত গুরত্বপূর্ণ কাজ থেকে বিরত থাকেন।লেখক "আবুল হাসেম মোল্লা" এমন ২৮ টি যুক্তির জবাব দিয়েছেন,তার লিখিত বই "ইসলামী আন্দোলন না করার কতিপয় যুক্তি বনাম তার জবাব :" শীর্ষক বইতে।নিম্নে তার বই থেকে আজ আরো একটি যুক্তির জবাব পেশ করা হলো।পর্যায়ক্রমে বাকিগুলোও পেশ করা হবে ইনশাআল্লাহ ।
আন্দোলনের কোন ভাইয়ের আচরণে কষ্ট পাওয়া:
এটা নিতান্তই অসার যুক্তি।কারো আচরণে কষ্ট পেয়েছেন,তাই বলে কাজ বাদ দিয়েছেন,এতে করে কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল ?যার আচরণে কষ্ট পেয়ে আপনি সরে গেলেন এতে তার কি ক্ষতি হল ?সে আপনার সাথে খারাপ আচরণ করেছে তাই তো তার অপরাধের জন্য যথেষ্ট।কিন্তু আপনি ইবাদাতের উন্নত পথ থেকে সরে গিয়ে তো নিজের পায়ে নিজেই কুঠার মারলেন। তাছাড়া যিনি আপনাকে কষ্ট দিয়েছেন,তিনি ও তো মানুষ। তিনি কি ভুল করতে পারেন না ?সাহাবায়ে কেরামগণের (রা
"তারা কাফেরদের উপর বজ্র কঠোর,পরষ্পর রহমদীল।"(ফাতহ:২৯)
কোরআনের বানী:
"আরেকটি সম্প্রদায়ের হিংসা যাতে তোমাদের এতটুকু উত্তেজিত না করে যে তোমরা ন্যায়নীতি লংঘন করে বসবে।"(মায়েদা:০৮)
সুতরাং কোন ভাই যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে তা তার অপরাধ। তাই বলে আপনি ইসলামী আন্দোলনের মত এই গুরত্বপূর্ণ কাজকে সামান্য একটি যুক্তিতে গুরত্বহীন ভাবছেন ?ইসলাম বিরোধী শক্তির হাজারো নির্যাতন সহ্য করার জন্য আপনি যে ব্যক্তি প্রস্তুত,কিন্তু একজন সহকর্মীর একটু ভুলে আপনি ধৈর্য্যের পরাকাষ্ঠা দেখাতে পারেন নি ? অথচ রাসূল (স
"ঐ ব্যক্তি শক্তিশালী নয় যার হাতে শক্তি আছে,প্রকৃতপক্ষে সেই শক্তিশালী যে রাগের সময় নিজেকে দমন করে।"(বুখারী,মুসলিম)
কোরআনের বানী:
"যারা রাগকে দমন করে,এবং মানুষকে ক্ষমা করে আর আল্লাহ তায়ালা সৎকর্মশীল তথা মুহসিনদের ভালোবাসেন।"(আলে ইমরান:১৩৪)
আপনি কি মুহসিনদের অন্তর্ভূক্ত হবেন না ? আর আপনি যে কষ্টের স্বীকার হয়ে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছেন,আপনার দূরে সরে যাওয়ার কারণে আপনার দায়িত্বশীল কিন্তু আপনার আচরণে কষ্ট পাচ্ছে।সুতরাং যে অপরাধের কারণে আপনি রাগান্বিত,আপনি নিজেই কিন্তু সে অপরাধ করতে যাচ্ছেন।
আর মনে রাখা দরকার,অন্যের সাথে রাগ করে না পেরে, আত্নহত্যা করা চরম কাপুরুষতার নামান্তর।
তাছাড়া আপনার আন্দোলনের কারণে আপনার সওয়াবের তো কোন কমতি হচ্ছে না।
কোরআনের বানী:
"আর যে জিহাদ (সঙগ্রাম,চেষ্টা,সাধনা) করে,সে শুধুমাত্র নিজের কল্যাণের জন্যই চেষ্টা করে।"(আনকাবুত:০৬)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



