ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যুগে যুগে এ ধর্মের উপর আঘাত এসেছে এবং ভভিষ্যতেও আসবে। সেদিকে আমাদের বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে।
কারন হানাহানি করাকে ইসলাম কখনও সমর্থন করে না।
অপ বাক কি লিখল না লিখল অযথা তা পড়ে মূল্যবান সময় নষ্ট করা ধর্মপ্রান মানুষের কাম্য নয়। কারন অপ বাকের বিভিন্ন লেখায় ষ্পস্টভাবে ফুটে উঠেছে যে অপ বাক ইসলাম ধর্ম সম্পর্কে তার জ্ঞানের পরিধি শূন্য আর তাই তিনি ঈহুদীবাদের পৃষ্টপোষকতার আশায় এমন উদভ্রান্ত লেখা চালিয়ে যাচ্ছে।
অপ বাক, দীক্ষক দ্রাবিড় ইত্যাদি আইডিদ্্বারা পোস্টকৃত লেখায় মন্তব্য না করার জন্য শান্তিপ্রিয় ব্লগারদের বিশেষভাবে অনুরোধ করছি। মন্তব্য একান্ত প্রয়োজন হলে নতুন পোস্ট হিসাবে মেসেজ পোস্ট করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




