...প্রথমে অই লোহার টুকরোটি,
হ্যাঁ হ্যাঁ ওটা,
পাঁজরের সম্মুখ সংযোগস্থলে ঠ্যালে বসিয়ে দিন তারপর।
আর আড়াআড়িভাবে, অইযে দ্যাখছেন চোখা বল্লম,
বিঁধে দিন কানের উপর দিয়ে,
হ্যাঁ হ্যাঁ য্যানো বেরোয় অন্য কান বরাবর।
সারা শরীরময় পেরেকের ফুল ফুটুক শেষতক,
য্যানো দেখেই কেউ বুঝে নিতে পারে,
কি অসুখে কবি নেয় আকুপাংচার থেরাপি...
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



