ঘুমলিপি-১
কে কবে কোথায় পেতেছে নিষিদ্ধ ঘুমসভা
কালের কস্মিন হিসেবে কোন গরমিল নেই জেনেও
এমতে আমারে লুট করেছিল কতিপয় রুপলোবান
আর খোঁজ নিয়েছি আমি সমগ্র বনাঞ্চলে পরপর
নাগরিক আনাচে-কানাচে গেঁথেছি ঘুমফাঁদ
অথচ ওরা একই টেবিলে বসে মেপেছিল অন্ধকার
ঘন সন্নিবেশ মেতেছিল জলোৎসবে
যেমতে আমারে লুট করে নিয়ত কতিপয় রুপলোবান
যেমতে ঘুনাক্ষরেও জানা গেলনা
কে কবে কোথায় পেতেছিলাম নিষিদ্ধ ঘুমসভা
আমারে ত গ্রাসে নিয়েছে অতঃপর কতিপয় জোয়ান বিস্মৃতি
বুনে যাচ্ছি ত যাচ্ছিই দেয়ালে দেয়ালে মাতাল ঘুমলিপি
শৈশবে ছোঁড়া কন্দর্পের এক তীরের
হুলিয়াও খারিজ হয়ে গেছে এই পোড়া দুঃসময়ে
আফ্রোদিতির কোন আদালত নেই- একথা বলে
ঠা ঠা হেসে উঠলেন উন্মাদ এডোনিস
অথচ ঘুমবয়াণে গেঁথে চলেছে সে রাতসূতোর বেতার কথামালা
যেমতে আমি জপে যাচ্ছি রোমন্থন-নষ্টালজিয়া-হাহুতাশ
খুনলিপি-১
ওহো খুনযামিনী তোমার অন্ধকার পাটাতন
গেঁথে চলেছে অবিরাম তেরচা সূঁচবৃষ্টি
তবু প্রচন্ড খুনতাপে গলে যাচ্ছে লহমার পর লহমা
প্রবল বর্ষনেও সিক্ত হচ্ছেনা চামড়া হাড় মজ্জা-
পুড়ে যাচ্ছে অকাল দাহে
কি করব
উপশমের লাগি কোথায় যাব
মরে যাচ্ছি ফেণিল খুনপ্রলাপে
ক্রোধে ফেটে যেতে চাচ্ছে সমস্ত পেশি
খিঁচ ধরে থাকি প্রবল আত্মাভিমানে
অথচ জানলা পেরোলেই বৃষ্টির এতো সূঁচছাঁটে
বোণা নকশাময় হিমকাঁথা
তবু ক্ষধামান্দ্য নেত্রে বিঁধে যাচ্ছে তামাকি ঘুলঘুলি
যেমতে তুমি বুঝে গেছ-
যাপনের অনির্দিষ্ট খেয়াল-অথবা-
অমীমাংসিত কালক্ষেপন
খুনলিপি-২
কে ওরা দিনমান
জপে যাচ্ছে বাতেনকথা
রাতের ক্ষয়রোগ ব্যেপে
চুঁইয়ে পড়ছে শীৎকারসাধন ধ্বনি
কে ওরা পাড়ি দিতে চায়
অবৈধ পূলসেরাত বাৎসায়ন বেচে
বুনোগন্ধি পাতাদের মিছিল মাড়িয়ে
পাঠ করছে কারা খুনবয়াণ
(...এবং এইসব শীৎকারশব্দ, অথবা,
খুনকথন, অথবা, শৃঙ্গারোৎপাদিত
পুর্বপৌরুষিক মাতাল সংলাপের ক্রুশে
বিদ্ধ আহত বাৎসায়ণ কেন্দ্রীক নিজস্ব
ঋতুবতি সময় নিশ্চুপ জুড়ে দেয়
যন্ত্রনাদগ্ধ ভ্রুণবিলাপ...)
(নাগরিক লিংক)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



