জ.
অতঃপর এইসব কালাকেশ এবং খোঁপা,
অথবা খোঁপার ফুল কিংবা খোঁপার কাঁটা বিষয়ক তমসা,
তমসাচ্ছন্ন ভূগোল!
ছ.
পানপাত্র ভর্তি নেশাতুর সময় উবে যাচ্ছে,
যাক তবে এইসব ফ্লাশব্যাক,
একে একে আহ্নিক-বার্ষিক সব সংকোচন-প্রসারণ!
চ.
বিষয়গামীতাই অসুখ, 'বিষয়' নিজেই অসুখ!
ঙ.
অবলীলায় ডুবি ঘুমকুসুম,
অবলীলায় পেরোই ঘুমস্বপন!
ঘ.
বাক্যস্থিত শব্দগন এবং শব্দস্থিত অক্ষরগন যে ষোড়শি জ্বরে ভুগছেন আজকাল, কহেন গুরু তাহাদের দাওয়াই থাকে কোন মোকামে!
গ.
কি করবো বলো! টাকার ত কোন জাতলিংগ নাই। দেবালয়ের টাকা যেমন বেশ্যালয়ে যায়, শুঁড়িখানার টাকাও তেমনি!!
খ.
লাইনের ভাঁজে ভাঁজেই তোমরা লুকায়া আছিলা, তোমাগোর কোন নামকরন নাই, মীমাংসিত ব্যাখ্যা নাই, তোমরা কি সুখ না অসুখ সেইটাও উদ্ধারের অতীত, হয়ত এই এক স্বপনের খেল্, খেলিতেছেন খেলারাম নিজের লগে নিজে!
ক.
স্কুলবালিকাগন অবাক নয়নে চাহে তরুণী পুলিশের পানে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



