প্রচন্ড শীত । কুয়াশায় চারিদিক অন্ধকার। ক্লাশে যাব কিনা বুঝতে পারছিনা। নাহ্, ক্লাসটা মিস দেয়া ঠিক হবে না। যাই, ক্লাসটা করে আসি।
দৌড়ে শরীরটা গরম করে ফ্রেশ হলাম। তার পর বাইরে নাস্তা করে ক্লাস রূমে গিয়ে শুনি, "আজ ক্লাস হবে না"। এবার শরীর না, মেজাজটা গরম হয়ে গেল। আগে জানালেই তো হত?
আসলে, কষ্ট করে যদি তার মূল্যায়ন না হয়, তবে সেই কস্ট করার মানসিকতাই নষ্ট হয়।
আশা করি, ব্যাপারটা সবাই বুঝবেন।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



