মনের ভাব প্রকাশের জন্য ভাষা। আর ইংরেজি ভাষা জানলে আপনি পুরা দুনিয়া ভেজে খাইতে পারবেন এটা পুরা ভুল। বিশ্বের উন্নত দেশে এরা ইংরেজি ভাষার চর্চাই মনে হয় করে না। কিছু বললে হা করে তাকায়া থাকে।
ছোট বেলায় চারুকলা বইয়ে সম্ভবত শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি গল্প পড়েছিলাম। উনি ইউরোপের রাস্তায় রাস্তায় “পল্লেভু আংলে। পল্লেভু আংলে” বলে ঘুরছিলেন। বিভিন্ন দেশে গেলে এই সমস্যা আমাদেরও হয়। উনি তো তাও ছবি একে খাওয়ার অর্ডার দিতে পেরেছিলেন।
আমার আকাআকির যে হাত। কোরিয়ার রেস্টুরেন্টে যাইয়া গরু অর্ডার করলে নির্ঘাত আস্ত কুকুর ভাইজা নিয়া আসবে।
রাশিয়ার গল্প বলি। আমরা ওখানে গিয়েছি মেটকোক লোড করতে। এটা এমন এক ধরনের কয়লা যা পারমাণবিক চুল্লিতে তাপ উৎপাদনে ব্যাবহার করে। লোডিংয়ে মোটামুটি ৭ দিন লাগবে। আমার ডিউটি ৬ অন ৬ অফ। দুপুর ১২ টায় ডিউটি শেষ করেই বেরিয়ে পড়লাম রাশিয়া ভ্রমনে। আবার সন্ধ্যা ৬ টার মধ্যে ব্যাক করা লাগবে। মোটামুটি সব ঘুরে ফিরে ৫ টা নাগাদ পোর্ট গেটে আসলাম। যেই গেট দিয়ে বের হয়ছি সেই গেটে। কিন্তু দারোয়ান ঢুকতে দিবে না। কোনভাবেই না।
এর মধ্যে গেটের অপর পাশ থেকে এক রাশিয়ান মেয়ে আসলো। গেটম্যান আমাকে দেখায়া কি কি জানি বলল। পরিস্কার উচ্চারনে সে সুন্দর করে হাই বলল। তারপর জিজ্ঞেস করে জানলাম সে ইংরেজি জানে আর গেটম্যান আমাকে বলতে চাইছে যে এই গেট দিয়া খালি বের হয়া যায় ঢুকা যায় না। তোমার জাহাজ দেখা গেলেও লাভ নাই। রুল ইজ রুল।
তারপর আর কি। পুরা দুনিয়া ঘুরে পোর্টের অন্য গেট এ পৌঁছাইলাম। অবশ্য এর সাথে কথা বলতে বলতে সময় টা খারাপ যায় নাই।
এরকম ঝামেলায় প্রায় ই পড়তে হয়। জাহাজে যেই লেবাররা কাজ করে তাদের সাথে ভাব বিনিময় করতেও অবস্থা খারাপ হয়ে যায়। ধরুন কোন একজন একমনে ক্রেন চালাচ্ছে আর কার্গো লোড করছে। লোড করতে করতে দেখা গেল জাহাজ একদিকে কাত করে ফেলছে। তাকে অন্য দিকে কার্গো দেয়ার কথা বুঝাইতে অবস্থা খারাপ হয়ে যায়। শেষমেষ দুই হাত দু পাশে তুলে এক দিকে কাত হয়ে বুঝানো লাগে “we are listed to starboard(জাহাজের ডান), Go back to port (জাহাজের বাম).”
বাইরের দেশে গেলে আমাদের সবারই কমন সম্বোধন হল “মাই ফ্রেন্ড”। এই সেন্সে বিশ্বে সম্ভবত মেরিনারদেরই সবচে বেশি ফ্রেন্ড। যে ইংরেজি জানে না সেও মাই ফ্রেন্ডের মানে বুঝে। কিন্তু এইটুকুই। এরপর ইংরেজিতে যাই বলি সব ওদের কানের উপর দিয়া যায়। একবার কার্গো লোডিং এর সময় একটা খুব দরকারি জিনিস বুঝানোর প্রয়োজন হল এক চায়নিজ মাই ফ্রেন্ডকে। প্রায় আধা ঘণ্টা ধরে বুঝালাম। নাহ। বুঝেই না। ইশারা ইঙ্গিত সব ফেইল। সে তার ভাষায় ভুং চুং কি সব বলতেছে। বুঝেই না।
(চলবে...............)
অন্য লেখা গুলোর লিঙ্কঃ
সমুদ্র জীবনের গল্প (কেউ আমাদের বুঝে না!!)
সমুদ্র জীবনের গল্প (মোবাইল কথন)
সমুদ্র জীবনের গল্প
সমুদ্রবাড়ি (ছবিব্লগ)
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




