সকলের মনোজোগ আকর্ষন করছি,
বিগত ০৭-০১-২০১২ তে আমি আমার পরিবারের লোকজন মিলে গিয়েছিলাম
বানিজ্য মেলায়। প্রতিবার মেলায় আমি বাড়ী থেকে খাবার নিয়ে যাই। এই বারই প্রথম আমি খাবার নিয়ে যাইনি। সারাদিন ঘুরে ক্ষুদা লেগেছিল, তাই প্রবেশ পথের সরাসরি একটা বরো খাবারের দোকান নাম "হাজী নাননা মীয়ার বিরিয়াণীর দোকান" এ গেলাম।
দোকানের মেনু টে ওনেক খাবারের আইটেম দেখলাম। সব খাবার ই হাফ এবং ফুল ছিল।
আমি বেয়ারাকে ডেকে অর্ডার দিলাম আমাকে ফুল বিফ তেহারী দেবার জন্য।
তার পর থেকে শুরু হলো খেলা। একজন এসে বললো বিফ তেহারী শেষ। আমি ছাপোষা মানুষ তাই সবচেয়ে কম দামী মেনু অর্ডার দিতে চেয়েছিলাম।
আর একজন এসে বললো তেহেরী শেষ। । । । ।
আপনি হাফ চিকেন বিরিয়ানী(দাম ১৫০ টাকা) অর্ডার করতে পারবেন। আমি ৩ টা হাফ চিকেন বিরিয়ানী অর্ডার করলাম। এবং অর্ডার যখন আমার টেবিলে ডেলেভারী দিতে আসে তখন ও আমি বার বার করে জেনে নিই যে এটা হাফ কিনা। বেয়ারা আমাকে বলে যে আপনি যা অর্ডার দিয়েছেন তাই দিয়েছি।
আমার খাবার শুরু করার পর দেখি আমার পাশের টেবিলে তেহেরী দিতেছে!!!!!!!!!!
আসল মজা শুরু হলো যখন খাবার শেষ। বিল নিয়ে আসল ৩টা ফুল চিকেন বিরিয়ানী যার দাম ২৫০* ৩=৭৫০ টাকা। এবং ভ্যাট ৭৫ টাকা মোট: ৮২৫ টাকা।
একই বেয়েরা যে আপনার অর্ডার নিল সেই এখন আমাকে বলতেছে যে আপনি ফুল অর্ডার করেছেন। এখন আপনাকে ফুল এর বিল দিতে হবে। আর আপনি কথা বলতে চাইলে আমাদের কাউন্টারে কথা বলুন।
আমি কাউন্টারে গেলাম উনারা বললেন আমাদের এখানে হাফ এর অর্ডার নেয়া হয় না।
আমি বললাম তাহলে আমার অর্ডার নিল কেন!!!!! হারামজাদা বলে কি --- আপনি বেয়েরা এর সাথে কথা বলুন
এবার বুঝেন মাইনকা চিপা কারে বলে।
বেয়েরা বলে কাউন্টারে এবং কাউন্টারে বলে বেয়েরা
আর ভ্যাট এর কথা আর কি বলব কোথাও লিখা নাই ১৫% ভ্যাট এর কথা।
খাবার এর মানের তো কোনো কথাই নেই। । । এত বাজে। ।
পরে আয়োজক কমিটির একজনের সাথে কথা বলে এই যাএা আমি দাম ১৫০*৩ এবং ভ্যাট ১৫% করে বিল পরিশোধ করে বের হই।
এত বরো মেলার এত বরো আয়োজনের সবটাই নস্ট করে দেয় এই বেজন্মা গুলো।
এদের কি এতই ক্ষমতা। তাহলে টিকেটের সাথে ৫০০ টাকা করে নেয়ে নিক খাবার বাবদ।
পরিশেষে মেলায় গমন কারী ভাই বোনদের বলি- খাবার অর্ডার দিলে ফুল দিবেন নাইলে কিন্ত ফুল এর দামই দিতে হবে।
আর যতদুর সম্ভব এদের এরিয়ে চলুন।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




