ছেলে ও বাবার মধ্যে কথা হচ্ছে ।
ছেলে বাবাকে প্রশ্ন করল বাবা রাজনীতি কি জিনিস ।
বাবা ছেলেকে বলল ভাল কথা আস তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি । তোমার মা সংসার পরিচালনা করে এবং তোমাদের দেখাশোনা করে সুতরাং ধর তোমার মা সরকার এবং আমি আয় উপার্জন করে তোমার মাকে সাহায্য করি, তাহলে আমাকে ধর পূজিবাদী সমাজ । আমাদের কাজের বুয়া, যে কিনা আমাদের বাসায় কাজ করে, তাকে ধর শ্রমজীবী মানুষ । আর তুমি বিভিন্ন জিনিসের জন্য আবদার কর তোমার মায়ের কাছে , তোমাকে ধর জনগণ । আর তোমার ছোট ভাই যে কিনা এখনো ফিডার খায়, সে নতুন প্রজন্ম । এখন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে যে ফর্মুলা পাওয়া যাবে তার মধ্যে তুমি তোমার উওর খুঁজে পাবে । ছেলেটা এতগুলা মানুষের চিন্তা করে রাজনীতি কি জিনিস কোন উওর খুঁজে পেল না বরং এতগুলা মানুষের সম্পর্ক স্থাপন করতে করতে রাতে ঘুম আসছিলনা । হঠাৎ তার ছোট ভাই যে কিনা এখনো ফিডার খায়, সে কেঁদে উঠল । তাকে দেখতে গিয়ে দেখে সে বিছানায় শিশূ করেছে, তখন সে গেল মা-বাবার রুমে, গিয়ে দেখে যে, তাঁর মা একা ঘুমিয়ে আছে পাশে তাঁর বাবা নেই, বাবা কোথায় গেল ! সারা ঘর খুঁজে কোথাও খুঁজে পেলনা অবশেষে রান্নাঘরে যেখানে কাজের বুয়া ঘুমায় সেখানে গিয়ে আবিস্কার করল । ছেলেটা তাঁর রাজনীতির সমাধান নিয়ে রাতে একটা ভাল করে ঘুম দিল । সকালে উঠে তাঁর বাবাকে বলল, বাবা আমি তো রাজনীতি কি জিনিস শিখে পেলেছি । তাঁর বাবা বলল তাতো ভাল কথা বল কি শিখেছ । ছেলেটা বলতে শুরু করল, যখন পূজিবাদী সমাজ শ্রমজীবী মানুষের উপর শোষন ও অত্যাচার করে, সরকার তখন নাক ডেকে ঘুমায় । জনগণ সবই দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে থাকে আর নতুন প্রজন্ম তখন বাস করে নোংরা একটা পরিবেশে ।
আশা করি রাজনীতি কি জিনিস ইতিমধ্যে আপনারা শিখে গেছেন ।
শিখে গেলে কি কি শিখেছেন মন্তব্য করুন ।
অভ্যাস বড় না ট্র্যানিং বড় । আসুন জেনে নেই । এই লিঙ্কে: Click This Link
পরবর্তী আকর্ষনীয় পোস্ট "চুমো অতঃপর চড় " ।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



