বেশ কিছুদিন ধরেই লিখব লিখব করছি কিন্তুু লেখা আর হচ্ছে না,যাই েহাক অবশেষে লিখতে বসলাম। অনেকক্ষন ধরেই ভাবছিলাম শিরোনাম নিয়ে যে কি নাম দেবো যাতে সকলের দৃিষ্ট আকর্ষন করা যায়, কারন এই ব্লগে অনেক বাঘা বাঘা ব্লগারদের দখল, যাতে কারো না কারো নজরে পড়ে যায় আমার এই লেখা । একাবার ভাবলাম এর নাম হবে "একটি ভয়াবহ আর্তনাদ ও আমরা" কিন্তুু অবশেষে নাম চেঞ্জ করে উপরের শিরোনাম টি সিলেক্ট করলাম।
একটি সত্যি ঘটনা দিয়েই শুরু করি। আমার এক বন্ধু যার এক জাপানিজ বন্ধুর সাথে প্রায়শঃই নেট এ চ্যাট করে বিভিন্ন বিষয়ে। একদিন আলাপচারিতায় আমার বন্ধু জাপানিজকে জিজ্ঞ্যাসা করে তার বাসা থেকে কর্মস্থল এর দূরত্ব, সেই জাপানিজ আমার বন্ধুকে উত্তর দিলো যে প্রায় ২০০কিঃমিঃ , তাদের কর্মস্থলে আসতে প্রায় সোয়া এক ঘন্টা লাগে। ঠিক একই প্রশ্ন ঐ জাপানিজ ও তাকে প্রশ্ন করে বসলে আমার বন্ধুটি একটু বিব্রত হয়ে যায়, তার পরমূহুর্তে সে উত্তর দেয় যে, তার ও তার বাসা থেকে কর্মস্থলে পৌছাতে প্রায় দেড় ঘন্টা লাগে। তারপর আমার বন্ধু প্রসঙ্গ পরিবর্তন করে (উপায় তো নেই, বেশী দূর গেলে চাপা মারা ছাড়া উপায় নেই)।
এখানেই আমার শুরু, প্রথমে ভেবেছিলাম যে ডিজিটাল সরকারএর নিকট আবেদন করবো কোনো পত্রিকার মাধ্যমে, পরক্ষনেই মত পাল্টালাম যে বিষয়টি সংবাদমাধ্যম এর নিকট ই আবেদন করি। কারন আমাদের দেশের সংবাদমাধ্যম অনেক শক্তিশালী , তারা সরকার গঠনে ও ভুমিকা রাখে বলে আমার ধারনা (বিশেষ করে ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম, বিশেষ আলোচনার মাধ্যমে)।
এখন মূল আলোচনায় আসি, আমরা যারা নিয়মিত ঢাকা-নারয়নগঞ্জ (আরো অন্যান্য রুট ও আছে) রুট এ যাতায়ত করি তারা যে কি ভয়াভহ যানযটের ও যন্ত্রনার মধ্যে বসবাস করি সে বিষয়ে ই সবাইকে এই ব্লগের মাধ্যমে জানানোর জন্যে এত ভুমিকা। যাই হোক মাত্র সতের (১৭) কিঃমিঃ এর এই রাস্তায় এত যানজটের কারনে যে কত শ্রমঘন্ট নষ্ট হচ্ছে তা কি আমাদের এই ডিজিটাল সরকার এর মাথায় আছে । যানজট শুরু হয় মাতুয়াইল শিশু হাসপাতাল এর একট সামনে যে বক্স কালভার্ট এর যে কাজ হচ্ছে (যা প্রায় দীর্ঘ এক বছর অতিবাহিত হয়েছে , কবে যে শেষ হবে তার কূল কিনারা নাই{ মাননীয় ডিজিটাল সরকার এই বিষয়ে কি একট সদয় নেক নজর দেবেন তাহলেই ৬০% যানজট কমে যাবে বলে মনে হয়}[এই স্থান থেকে গুলিস্থান পর্যন্ত পৌছাতে বা ফিরে আসতে প্রায় এক থেকে দেড় ঘন্টা যানজট এর মধ্যেই কেটে যায় যা কিনা আমাদের এই ডিজিটাল যুগে ও প্রত্যক্ষ করতে হচ্ছে এবং এই ভয়াবহ যানজট এর কারনে আমরা হারাচ্ছি লক্ষ লক্ষ শ্রমঘন্টা ও কর্মক্ষমতা । মাতুয়াইল থেকে গুলিস্থান পর্যন্ত বিভিন্ন যানবাহনের যত্রতত্র ইউটার্ন, যাত্রী উঠানো/নামানো ও ইচ্ছেমত গাড়ী পাকিং এর মত রাস্তায় এই অব্যবস্থাপনা যদি সঠিক ভাবে নিয়ন্ত্রন করা যায় তাহলে ই আমরা একটি সুষ্ঠ সমাধানে পৌছাতে পারবো এবং রক্ষা করতে পারবো লক্ষ লক্ষ শ্রমঘন্টা ও কর্মক্ষমতা])
আমরা জাপানিজদের মত ২০০কিঃমিঃ পথ ১ ঘন্টায় পাড়ি দিতে চাই না। আমরা চাই এই ১৭কিঃমিঃ এর মধ্যে মাত্র ৮-১০কিঃমিঃ যাত্রাপথ ২০মিনিটে পাড়ি দিতে!
তাই সংবাদমাধ্যম (ইলেক্ট্রনিক ও গনমাধ্যম) এর সাংবাদিক ভাইদের নিকট আমার অনুরোধ প্লিজ আপনারা যদি আপনাদের লেখালেখি ও আলোচনার অনুষ্ঠানে এই গুরুত্বপূর্ন বিষয় টিকে জায়গা করে দিন তাহলে অাপনাদের মাধ্যমে একটি শক্তিশালী মেসেজ আমাদের এই ডিজিটাল সরকার এর নিকট পৌছে যাবে এবং এর একটি যথাযথ বিহিত হবে ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



