* এক লোক সৌভাগ্যমূলক আলাদিনের চেরাগ পেয়ে গেল। চেরাগের দৈতের কাছে বর চাওয়ায় দৈত্য জানালো যে, সে যা চাইবে তাই পাবে কিন্তু তার শাশুড়ি পাবে তার চেয়ে দ্বিগুন। লোকটি কিছুক্ষন চিন্তা করে বলল, ঠিক আছে আমাকে এক কোটি টাকা দাও এবং একই সংঙ্গে আমাকে পিটিয়ে আধমরা করে দাও।
* ১৯৭১ সালের ঘটনা। তদানিন্তন পশ্চিম পাকিস্তানী মিলিশিয়ার একটি দল বাঙালি হিন্দুদের খোজ করছে। এক হিন্দু ভদ্রলোককে আটকালো তারা।
- তোমাহারা নাম ক্যায়া হ্যায়?
-বিনোদ বিহারী।
-ও তুম বিহারী হো? ঠিক হ্যায়, চলা যাও।
* জজ: তোমাকে কারা ধরে এনেছে?
আসামী: দু'জন পুলিশ, হুজুর।
জজ: মাতলামির কারনে?
আসামী: আমার ও তাই ধারনা ওরা দু'জনেই মাতাল ছিল তা না হলে আমাকে ধরতে যাবে কেন?
* এক দম্পতির ভ্রমন পরবর্তী বাক্যালাপ। স্বামী বলছেন-
ওগো, আমরা যে হোটেলটায় উঠেছিলাম তার নামটা যেন কি ছিল?
দাড়াও, হোল্ডওলটা খুলে তোয়ালেটা বের করি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



